বাংলা৭১নিউজ, ডেস্ক: পাসপোর্টে এবার থেকে আর বাধ্যতামূলক নয় বাবার নাম। পাসপোর্ট সংক্রান্ত এক মামলায় এমনটাই নির্দেশ দিল্লি হাইকোর্টের। নির্দেশে বলা হয়েছে, বিশেষ ক্ষেত্রে বাবা নয়, মায়ের নামই অভিভাবক হিসেবে গ্রহণযোগ্য হবে।
প্রসঙ্গত জনৈক এক মহিলা স্বামীর সঙ্গে ডিভোর্সের পর একাই নিজের মেয়েকে বড় করেছেন। এখন মেয়ের জন্যে পাসপোর্ট দরকার। কিন্তু মেয়ের পাসপোর্টের তৈরির ক্ষেত্রে কেন বাবার নাম দিতেই হবে? এই নিয়ে প্রশ্ন তোলেন ওই মহিলা। এমনকি, দিল্লি হাইকোর্টেরও দ্বারস্থ হন তিনি।
এই মর্মে আদালতের কাছে একটি আবেদন দেন যে মেয়েকে তিনি বড় করে তুলেছেন। স্বামী কিংবা বাবা হিসাবে যিনি কোনও দায়িত্বই যেখানে পালন করেনি, সেখানে পাসপোর্টে কেন তাঁর নাম থাকবে? আদালত খুবই গুরত্ব দিয়ে এই বিষয়টি দেখে।
সম্প্রতি শুনানিতেও এই বিষয়ে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখে ওই মহিলার বক্তব্যেই সহমত পোষন করেছে। একই সঙ্গে স্থানীয় পাসপোর্ট অফিসকে নির্দেশ দেওয়া হয়েছে অভিভাবকের নাম হিসেবে শুধু এই মহিলার নামই গ্রাহ্য করতে৷
আদালত এও জানায়, বর্তমান পরিস্থিতিতে সিঙ্গল অভিভাবকদের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে৷ তাই পাসপোর্ট সংক্রান্ত এই ধরণের মামলা গুরুত্ব সহকারে দেখা উচিত৷
বাংলা৭১নিউজ/আরএইচ