বাংলা৭১নিউজ, ঢাকা : পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন সংশোধনের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন করা হয়েছে।
আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
সচিবালয়ে মন্ত্রিপরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে ভূমি মন্ত্রণালয় উপস্থাপিত প্রস্তাবটি অনুমোদন করে মন্ত্রিসভা।
সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, এ আইনের অধীনে গঠিত কমিশন ছিল চেয়ারম্যানসহ নয় সদস্যের। আইন অনুযায়ী নয়জনের মধ্যে তিনজন সদস্য উপস্থিত থাকলে কোরাম পূর্ণ হতো। এখন সেখানে একজন বাড়িয়ে কোরামের জন্য চারজন সদস্য করা হয়েছে। কমিশনের সিদ্ধান্ত আরো কার্যকর করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।
পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের ভূমি-সংক্রান্ত বিভিন্ন বিরোধ দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে একটি কমিশন গঠন ও আনুষঙ্গিক বিষয়ে বিধান প্রণয়ন করতে ২০০১ সালে এ আইন প্রণয়ন করা হয়।
বাংলা৭১নিউজ/সিএইস