বাংলা৭১নিউজ, ডেস্ক: পারস্য উপসাগরে ইরানের ইসলাম বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র হাতে আটক মার্কিন নৌ সেনাদলের প্রধান এরিক রাশকে বরখাস্ত করা হয়েছে।
গত ১২ জানুয়ারি এসব সেনা পারস্য উপসাগরে ইরানি পানিসীমা লঙ্ঘন করার পর আইআরজিসি’র হাতে ধরা পড়ে। মার্কিন নৌবাহিনী এক বিবৃতিতে বলেছে, কমান্ডার এরিকের ওপর তারা আস্থা হারিয়েছে। এরিক ছিলেন পারস্য উপসাগরীয় এলাকার কোস্টাল রিভারাইন স্কোয়াড্রনের নির্বাহী কর্মকর্তা।
এরিকের বিরুদ্ধে ‘আত্মতুষ্টি’ ও ১০ সদস্যের একটি ইউনিটের নেতৃত্ব দিতে ব্যর্থতার অভিযোগ আনা হয়েছে। পারস্য উপসাগরে এ ধরনে ঘটনায় এই প্রথম কোনো মার্কিন সেনা কর্মকর্তাকে প্রাথমিক তদন্তের পর প্রকাশ্যে বরখাস্ত করা হলো। ওই দলের আরো কয়েকজন নাবিককে কঠোর তিরস্কার করা হয়েছে।
মার্কিন নৌবাহিনী পারস্য উপসাগরে ইরানি পানিসীমা লঙ্ঘনের বিষয়ে তদন্তের ফলাফল এখনো প্রকাশ করে নি তবে মার্কিন সামরিক বাহিনী বলেছে, তাদের সেনাদের ডিজেল চালিত একটি জাহাজের ইঞ্জিনে গোলযোগ দেখা দেয়ার পর ইরানি সেনারা তাদের আটক করে।
১৩ জানুয়ারি আইআরজিসি এক বিবৃতিতে আটক মার্কিন সেনাদের মুক্তির কথা জানিয়েছিল। বিবৃতিতে বলা হয়- মার্কিন সেনাদের মধ্যে নয়জন পুরুষ ও একজন নারী ছিল। সে সময় ইরান আটক এসব সেনার ছবিও প্রকাশ করেছিল।
বাংলা৭১নিউজ/পার্স টুডে