বাংলা৭১নিউজ, পাবনা: পাবনার সদর উপজেলায় এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হত্যাকাণ্ডটি ঘটে। নিহত জিয়া হোসেন (২৭) উপজেলার মৌগ্রামের শাহাদুর রহমানের ছেলে। তিনি হলুদের ব্যবসা করতেন।
সন্ধ্যায় জিয়া তার বাড়ির সামনে একা বসেছিলেন। এমন সময় চার/পাঁচজন সশস্ত্র সন্ত্রাসী হঠাৎ তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপায়। তার চিৎকারে স্বজনরা বাড়ির বাইরে আসার আগেই সন্ত্রাসীরা পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই জিয়া হোসেনের মৃত্যু হয়।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কারা-কী কারণে জিয়া হোসেনকে হত্যা করেছে তা নিশ্চিত হওয়া যায়নি।
তবে স্থানীয় সূত্র জানান, পূর্ব-বিরোধের জেরে তাকে হত্যা করেছে এলাকার একটি পক্ষ।
বাংলা৭১নিউজ/এমবিএস