বাংলা৭১নিউজ,(পাবনা)প্রতিনিধি: পাবনায় র্যাবের সঙ্গে ডাকাত দলের ‘বন্দুকযুদ্ধে’ আমিন ওরফে আমিন ডাকাত (৪০) নিহত হয়েছেন। সোমবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে পাবনা সদর উপজেলার রাজাপুর এলাকায় এ ঘটনা ঘটে।
র্যাব জানায়, নিহত আমিনের বিরুদ্ধে হত্যা, অস্ত্র মামলাসহ ১১টি মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি চাপাতি, চার রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে র্যাব। নিহত আমিন পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের পয়দা গ্রামের এস্কেন শেখের ছেলে।
র্যাব-১২ এর পাবনা ক্যাম্পের অধিনায়ক আমিনুল কবির তরফদার জানান, রাজাপুরে একটি মাঠে ডাকাত দল ডাকাতির প্রস্ততি নিচ্ছে- এমন খবর পেয়ে র্যাবের একটি দল সেখানে রওয়ানা হয়। রাত সাড়ে ৩টার দিকে র্যাবের দলটি ঘটনাস্থলের কাছে পৌঁছালে ডাকাতরা র্যাবকে উদ্দেশ্য করে গুলি ছোড়ে। র্যাবও পাল্টা গুলি ছোড়ে। শুরু হয় বন্দুকযুদ্ধ। ১৫ মিনিট ধরে বন্দুকযুদ্ধের পর ডাকাত দল পালিয়ে গেলে ঘটনাস্থলে আহত একজনকে পড়ে থাকতে দেখা যায়। পরে জানা যায় যে, সে ডাকাত সর্দার আমিন। তাকে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, নিহত আমিনের বিরুদ্ধে পাবনা সদর থানাসহ বিভিন্ন থানায় তিনটি হত্যা, তিনটি অস্ত্র মামলাসহ ১১টি মামলা রয়েছে।
বাংলা৭১নিউজ/আরএ