বাংলা৭১নিউজ,পাবনা : পাবনার আটঘরিয়া উপজেলার দেবোত্তর ইউনিয়নের সুতিরবিল এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শরিফ হোসেন (২৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শনিবার দিনগত রাত ৩টার দিকে এ বন্দুকযুদ্ধ হয়।
শরিফ হোসেন সদর উপজেলার গাছপাড়া গ্রামের মোতালেব হোসেনের ছেলে।
আটঘরিয়া থানার ওসি ফারুক আহমেদ জানান, ওই এলাকায় সন্ত্রাসীরা বৈঠকের জন্য জড়ো হয়েছে- এমন গোপন খবরে শনিবার রাতে পুলিশ অভিযান চালায়।
উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। পুলিশও পাল্টা গুলি চালালে উভয়পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ হয়। অভিযান শেষে পুলিশ সেখানে শরিফের মরদেহ পড়ে থাকতে দেখে।
পরে ঘটনাস্থল থেকে পুলিশ একটি শাটারগান, চাপাতি ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে।
এ ঘটনায় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। তবে তাদের নাম জানা যায়নি।
ওসি আরও জানান, নিহত শরিফ তিন দিন আগে আটঘরিয়ার ডেঙ্গার গ্রামে পুলিশকে লক্ষ্য করে গুলি করার ঘটনায় দায়েরসহ একাধিক মামলার আসামি ছিলেন।
বাংলা৭১নিউজ/এম