বাংলা৭১নিউজ, পাবনা : পাবনার সাঁথিয়ায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আব্দুর রাজ্জাক (৪২) নামে একজন নিহত হয়েছেন।
আজ ভোরে সাঁথিয়া উপজেলার গোপালপুর ব্রিজের কাছে এ ঘটনা ঘটে। এ সময় দুই র্যাব সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, গুলি ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
আব্দুর রাজ্জাক সাঁথিয়া উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের বিলসলঙ্গী গ্রামের নুরুল ইসলামের ছেলে। র্যাবের দাবি, রাজ্জাক চরমপন্থি সংগঠন ‘সর্বহারা’ দলের সদস্য। তিনি দীর্ঘদিন ধরে ডাকাতি করে আসছিলেন।
র্যাব-১২ পাবনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার বীনা রানী দাস জানান, একদল ডাকাত সাঁথিয়া উপজেলার গোপালপুর ব্রিজের কাছে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে আজ ভোর ৪টার দিকে র্যাব সদস্যরা সেখানে অভিযান চালান। র্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল গুলি চালায়। আত্মরক্ষায় র্যাবও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে ডাকাত দল পিছু হটলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ একজনকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাংলা৭১নিউজ/এন