বাংলা৭১নিউজ, পাবনা: পাবনা-ঢাকা মহাসড়কের সুজানগর উপজেলার চর চিনাখড়ায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো অন্তত ২৫ জন।
আজ সকাল ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
পাবনা পুলিশ সুপার জিহাদুল কবির জানান, সকালে শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস পাবনা থেকে ঢাকা যাচ্ছিল। বাসটি চর চিনাখড়ায় পৌঁছলে সিরাজগঞ্জ থেকে পাবনার দিকে আসা সাদ্দাম পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় দুটি বাসই রাস্তার পাশে খাদে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ, দমকল বাহিনীর সদস্য ও স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।
পরে সেখান থেকে পাঁচজনের লাশ উদ্ধার করা হয়। আহতদের মধ্যে ১৫ জনকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালসহ বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হয়। দুর্ঘটনার পর প্রায় দুই ঘণ্টা উদ্ধার কাজ করে উদ্ধারকর্মীরা।
নিহতদের মধ্যে তিনজনের নাম পরিচয় জানা গেছে। তারা হলেন-শ্যামলী বাসের হেলপার সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার দারিয়াপুর গ্রামের মিন্টু হোসেন, রাজশাহীর বাঘা উপজেলার নৃপেন্দ্রনাথ সরকার ও পাবনার সুজানগর উপজেলার দারিয়াপুর গ্রামের আয়েন উদ্দিন।
বাংলা৭১নিউজ/সিএইস