বাংলা৭১নিউজ,(পাবনা)প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রুহুল আমিন খান হৃদয় (২২) গুলিবিদ্ধ হয়েছেন। জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের গোবিন্দপুরে গুলি করা হয়েছে তাকে।
শনিবার (৪ঠা এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে গোবিন্দপুর গ্রামে তার নানার বাড়িতে অবস্থানকালে একদল দুর্বৃত্ত গুলি করলে তিনি গুরুতর আহত হন। জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষ এই হত্যাচেষ্টা চালিয়েছে বলে অভিযোগে জানা গেছে। গুরুতর অবস্থায় হৃদয়কে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মুলাডুলি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক বাপ্পি মালিথা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হৃদয়ের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বাংলা৭১নিউজ/এমএস