বাংলা৭১নিউজ, পাবনা: পাবনা জেলার হেমায়েতপুরে হিন্দু সেবাশ্রমের এক কর্মীকে জঙ্গি স্টাইলে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার ভোর পাঁচটার দিকে খুন হন শ্রী শ্রী ঠাকুর অনুকুলচন্দ্র সৎসঙ্গের কর্মী নিত্যরঞ্জন পাণ্ডে (৬২)।
মন্দিরের কাজ শেষ করে ভোরে রাস্তায় হাঁটতে বের হলে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে।
কে বা কারা কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা জানা যায়নি। তবে বাংলাদেশে সন্দেহভাজন ইসলামি জঙ্গিদের হাতে একের পর এক হত্যাকাণ্ডের মধ্যেই এ খুনের ঘটনা ঘটল।
সন্দেহভাজন ইসলামি জঙ্গিদের অন্যান্য হত্যাকাণ্ডের সাথে নিত্যানন্দ পাণ্ডে খুনের মিল রয়েছে।
পাবনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রতিদিনের মতো আজ ভোরে হাঁটতে বের হন নিত্যরঞ্জন পাণ্ডে।
তিনি পাবনা মানসিক হাসপাতালের উত্তরপাশে প্রধান ফটকে পৌঁছালে দুর্বৃত্তরা পেছন থেকে ঘাড়ে ও মাথায় কুপিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে হত্যার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।
সেবাশ্রমের সাধারণ সম্পাদক যুগল কিশোর ঘোষ জানান, নিত্যরঞ্জনের বাড়ি গোপালগঞ্জ জেলার আরুয়াপাড়ার কংশুর গ্রামে। তার বাবার নাম রশিকলাল পাণ্ডে।
তিনি জানান, গত ৪০ বছর ধরে এই আশ্রমে আশ্রিত থেকে সে ধর্ম সেবা দিয়ে আাসছিলেন নিত্যরঞ্জন। ডায়াবেটিস ছিল বলে প্রতিদিন সকালে হাঁটতে বের হতেন। আজও হাঁটতে বেরিয়ে খুন হয়ে গেলেন।
এদিকে ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেন পাবনা পুলিশ সুপার আলমগীর কবিরসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা।
বাংলা৭১নিউজ/আরএম