বাংলা৭১নিউজ,(পাবনা)প্রতিনিধিঃ পাবনার ফরিদপুর উপজেলায় প্রথম করোনায় যুবক আক্রান্ত শনাক্ত করণ করা হয়েছে। ফরিদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ওমর ফারুক মীর বিষয়টি নিশ্চিত করেন। তার বাড়ি পাবনার ফরিদপুর উপজেলার বনওয়ারীনগর ইউনিয়নের খলিশাদহ গ্রাম বয়স
৩৭বছর।
ওই যুবক গত ২৭ এপ্রিল ঢাকা থেকে ফরিদপুর আসেন। সে কোনো প্রকার সর্দিজ্বরে আক্রান্ত ছিল না। তবে সে শারীরিক দুর্বলতা বোধ করায় এবং ঢাকা থেকে আসার বিষয়টি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে জানানো হয়। পরে ২৯ এপ্রিল তিনি করোনা আক্রান্ত কিনা তা পরীক্ষা করতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মীরা নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।পরে কর্তৃপক্ষ ওই যুবকের ওই যুবকের করোনা পজিটিভ শনাক্ত হয়। রবিবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাব থেকে পরীক্ষার ফলাফল পজিটিভ আসে।
ওই যুবকের বাড়ি ফরিদপুর সদর ইউনিয়নের খাগড়াবাড়িয়া গ্রামে। তবে সে বর্তমানে বসবাস করে খলিশাদহ গ্রামে এক আত্মীয়র বাড়িতে। সে ঢাকার একটি বেসরকারি ব্যাংকে পিয়ন পদে কর্মরত রয়েছে। এ উপজেলায় এই যুবকই প্রথম করোনা আক্রান্ত রোগী। এ নিয়ে পাবনায় মোট ১১ জন করোনা আক্রান্ত হলেন। এর আগে পাবনা সদর উপজেলায় ৩ জন, চাটমোহর উপজেলায় ৩ জন, ভাঙ্গুড়া উপজেলায় ২ জন, সাঁথিয়া উপজেলায় ১ জন সুজানগর উপজেলায় ১ জন করোনা আক্রান্ত হয়।
বাংলা৭১নিউজ/এফএস