বাংলা৭১নিউজ,(পাবনা)প্রতিনিধি: করোনাভাইরাসের কারণে সৃষ্ট সংকট মোকাবেলায় পাবনার আটঘরিয়া উপজেলার পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে একদিনের বেতনের সমপরিমাণ আর্থিক সহায়তা প্রদান করেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আফতাব হোসেন (সাংবাদিক) জানান, করোনাভাইরাসের কারণে সৃষ্ট সংকট মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।
এ সংকটে শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি এমপি ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমসপি শিক্ষা পরিবারের সদস্যদের নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী তথা দেশবাসীর পাশে দাঁড়ানোর অভিপ্রায় ব্যক্ত করেছেন। এরই ধারাবাহিকতায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুক শিক্ষা প্রতিষ্টানের আগ্রহী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের আহরিত মাসিক বেতনের ১ দিনের সমপরিমাণ অর্থ প্রদানের আহবান করেন। যার প্রেক্ষিতে পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের সকল শিক্ষক ও কর্মচারীদের মাসিক বেতনের ১ দিনের অর্থ গত ৯ এপ্রিলে অগ্রণী ব্যাংক লিঃ, আটঘরিয়া শাখায় জমা করা হয়। প্রধান শিক্ষক মোঃ আফতাব হোসেন (সাংবাদিক) এর নেতৃত্বে বিদ্যালয়ের সকল শিক্ষক ও কর্মচারী স্বঃস্ফুতভাবে এই অর্থ প্রদান করেন।
বাংলা৭১নিউজ/এমআর