বাংলা৭১নিউজ,(পাবনা)প্রতিনিধিঃ পাবনার চাটমোহরের ২য় করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান শনিবার রাত ১১.১৮ মিনিটে রোগী শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছেন।
উপজেলার মূলগ্রাম ইউনিয়নের বামনগ্রামের মোঃ রেজাউল করিম মোল্লার ছেলে মোঃ জহুরুল ইসলাম মোল্লাকে (৩২) পাবনায় প্রথম করেনা রোগী শনাক্তের পর তার নিজ ও শ^শুর বাড়ির ১৩ জনের নমূনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে শনিবার রাতে ১৩জনের মধ্যে জহুরুলের পিতা মোঃ রেজাউল করিম মোল্লার (৬০) রির্পোট পজিটিভ আসে।
রোগীর অবস্থা বুঝে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান। এই নিয়ে পাবনার চাটমোহর উপজেলায় ২জন করোনা রোগী শনাক্ত করণ করা হয়েছে। উল্লেখ্য যে, ১ম করোনা রোগী মোঃ জহুরুল ইসলাম ৭ এপ্রিল রাতের আঁধারে নারায়নগঞ্জ হতে পালিয়ে তার নিজ বাড়িতে আসে। করোনা শনাক্তের পর তাকে ১৭ এপ্রিল দুপুরে পাবনা সিভিল সার্জন অফিসের করোনা রোগী পরিবহনের অ্যাম্বুলেন্সে করে ঢাকায় পাঠানো হয়েছে। চাটমোহরের করোনা রোগী শনাক্ত হওয়ায় উপজেলা জুরে প্রশাসন কর্তৃক লকডাউন চলছে। কিন্তু লকডাউন অমান্য করে মানুষ কারণে বিনাকারণে দেদারছে ঘুরে বেড়াচ্ছে। প্রশাসন ও পুলিশ হিমসিম খাচ্ছে।
বাংলা৭১নিউজ/আইএম