বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৪:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
মালয়েশিয়ায় সড়কে প্রাণ গেলো বাংলাদেশির আজই কারামুক্ত হবেন ডেসটিনির রফিকুল আমীন-হোসেন, আশা আইনজীবীর ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ অস্বীকার করলেন ইরানের প্রেসিডেন্ট সাড়ে ৫ কোটি লিটার ভোজ্যতেল কিনছে সরকার টিউলিপ ও পুতুলের বিরুদ্ধে আরও দুর্নীতির অনুসন্ধান নির্বাচনের আগে ট্রায়াল কোর্টে বিচারের আশা আসিফ নজরুলের ছাত্রীদের আবাসনের জন্য মাসে ৩ হাজার টাকা দেবে ঢাকা বিশ্ববিদ্যালয় পাঠ্যপুস্তক বোর্ডের সামনে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষ রাজনৈতিক ঐকমত্য প্রতিষ্ঠায় প্রধান উপদেষ্টার নেতৃত্বে কমিশন গঠন ফেব্রুয়ারিতে রাজনৈতিক দলের সঙ্গে সংস্কার প্রতিবেদন নিয়ে আলোচনা গাজীপুরে দিনব্যাপী ‘মার্সেল ডিস্ট্রিবিউটর সামিট-২০২৫’ মারা গেছেন সাবেক আইজিপি আজিজুল ৩ কোটি টাকা মূল্যের শো-রুমের গাড়ি নিয়ে লাপাত্তা : গ্রেপ্তার ৫ দেশের ইতিহাসে প্রথম গোয়েন্দা জাহাজ উন্মোচন করল ইরান প্রাথমিকে শিক্ষক বদলি শুরু, চলবে মার্চ পর্যন্ত ক্যান্সার আক্রান্ত গৃহবধূকে গলাকেটে হত্যা ইসি গঠনে রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীর পরামর্শ নেওয়ার বিধান বাতিলের প্রস্তাব ফেনীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু তাবলিগ জামাতের সমস্যা সমাধানে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা বান্দরবানে ৭ শ্রমিককে অপহরণ

পানির পাম্প ঘোষণায় আসলো কসমেটিকস

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বুধবার, ১৩ নভেম্বর, ২০১৯
  • ১০৮ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,(চট্টগ্রাম)প্রতিনিধি: পানির পাম্প ঘোষণা দিয়ে আনা কসমেটিকস সামগ্রীর একটি চালান আটক করেছে চট্টগ্রাম কাস্টমসের গোয়েন্দা বিভাগ এআইআর। চালানটি চট্টগ্রাম বন্দরে পৌঁছার পর কন্টেইনার খুলে কায়িক পরীক্ষা করে ফাঁকির বিষয়টি নিশ্চিত হয় আজ। চালানটিতে মোট এক কোটি ৩০ লাখ টাকার শুল্কফাঁকির দিয়েছিল।

চালানটির আমদানিকারক ঢাকার অনলি ওয়ান ইন্টারন্যাশনাল, আর পণ্য খালাসের দায়িত্বে ছিল সিঅ্যান্ডএফ এজেন্ট উজালা শিপিং লাইনস।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম কাস্টমসের গোয়েন্দা বিভাগের প্রধান ও উপ কমিশনার নুর উদ্দিন মিলন বলেন, গোপণ তথ্যের ভিত্তিতে চালানটি আটক করি। পরে কন্টেইনার খুলে প্রায় ৩৭ হাজার কেজি বিভিন্ন ধরনের কসমেটিকস পাওয়া যায়। এতে এক কোটি ৩০ লাখ টাকার রাজস্ব ফাঁকি হয়েছিল। আমরা আটকের পর সেটি ঠেকানো গেছে।

তিনি বলছেন, মূলত বিপুল শুল্কফাঁকি দিতে এই চালান এনেছে আমদানিকারক। এই প্রতিষ্ঠানের আগে তথ্যও আমরা যাচাই করে দেখছি।

কাস্টমস কর্তৃপক্ষ বলছে, ঢাকার চম্পাটলি লেইনের আমদানিকারক অনলি ওয়ান ইন্টারন্যাশনাল চীন থেকে ২৩ হাজার কেজি পানির পাম্প আমদানির ঘোষণা দেয়। আমদানিকারকের নিয়োজিত সিঅ্যান্ডএফ এজেন্ট ছিল চট্টগ্রামের খাতুনগঞ্জের উজালা শিপিং লাইনস। চালানটি খালাসের জন্য গত ৫ নভেম্বর চট্টগ্রাম কাস্টমসে বিল অব এন্ট্রি জমা দেয় সিঅ্যান্ডএফ এজেন্ট। শুল্কও পরিশোধ করে। তার আগেই কাস্টমস গোয়েন্দা দলের হাতে ধরা পড়ে।

কন্টেইনার খুলে কায়িক পরীক্ষার পর চালানটিতে পানির পাম্প পাওয়া যায় মাত্র ২০২ কেজি; অথচ ঘোষণা দিয়েছিল ২৩ হাজার কেজি। তবে কন্টেইনার খোলার পর একে একে বেরিয়ে আসে বিভিন্ন ধরন ও ব্রান্ডের কসমেটিকস সামগ্রী। এদের মধ্যে অন্যতম হচ্ছে, হেয়ার জেল, টুথপেস্ট, সাবান, শ্যাম্পু, ফেইস ওয়াশ, বডি ওয়াশ, টুথব্রাশ এবং প্লেয়িং কার্ড। এসব কসমেটিকস সামগ্রী কায়িক পরীক্ষার পর প্রায় ৩৭ হাজার কেজি পাওয়া যায়; যার কোনো ঘোষণা নেই।

মূলত উচ্চ শুল্কের এসব কসমেটিকস সামগ্রী আনতেই কম শুল্কের পানির পাম্প আমদানির ঘোষণা দিয়েছে ঢাকার আমদানিকারক। চট্টগ্রামের সিঅ্যান্ডএফ এজেন্টও এই অনিয়মের সাথে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে কাস্টমস আইনে মামলা দায়ের করা হচ্ছে।

বাংলা৭১নিউজ,/জেডএ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com