বাংলা৭১নিউজ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পানির ট্রাংক নির্মাণের সময় মাটি ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এঘটনায় আহত হয়েছেন অপর এক শ্রমিক। শিবগঞ্জ থানার এসআই কামরুজ্জামান চাঁপাই টাইমসকে জানান, বুধবার বেলা সাড়ে ১২টার সময় শিবগঞ্জ পৌর এলাকার দেওয়ান জাইগীর আল-আমিনের বাড়িতে পানির ট্রাংক নির্মাণ করছিল কয়েকজন শ্রমিক।
এসময় মাটি চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান তোফাজ্জুল ইসলাম। তিনি শিবগঞ্জ পৌর এলাকার চকদৌলতপুরের মৃত আবু বক্করের ছেলে। এঘটনায় আহত হয়ে রাজশাহী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তারু মন্ডল। আহত শ্রমিক একই এলাকার শামসুদ্দিন মন্ডলের ছেলে। এদিকে খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস ও থানা পুলিশ ঘটনাস্থল হতে নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করেন।
বাংলা৭১নিউজ/জেএস