বাংলা৭১নিউজ, এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনা জেলার কলামাকান্দা উপজেলার কৈলাটী ইউনিয়নের বিষমপুর গ্রামে বৃহস্পতিবার দুপুরে পুকুরের পানিতে ডুবে মাহফুজুর রহমান নামে ৭ বছরের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে।
কৈলাটী ইউপি চেয়ারম্যান রুবেল ভূঁইয়া জানান, বিষমপুর গ্রামের ফেরদৌস মিয়ার পুত্র মাহফুজ বৃহস্পতিবার দুপুরে বাড়ীর সামনে খেলা করার সময় হঠাৎ পুকুরের পানিতে পড়ে যায়। বেলা আড়াইটার দিকে তার মৃতদেহ পানিতে ভেসে উঠলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলে তাকে মৃত ঘোষনা করা হয়।
বাংলা৭১নিউজ/জেএস