বাংলা৭১নিউজ, মাগুরা প্রতিনিধি: মাগুরা সদর উপজেলার কলইডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি পুকুর থেকে শনিবার রাতে ২ শিশুর মরদেহ উদ্ধার করেছে গ্রামবাসী।
নিহতরা হচ্ছে বড় শলই গ্রামের বিপ্লব হোসেনের মেয়ে সিনথিয়া (৩) ও মুরাদ বিশ্বাসের ছেলে সান (৩)। তারা সর্ম্পকে মামাতো ফুফাত ভাই বোন।
সিনথিয়ার বাবা বিপ্লব হোসেন জানান, ফুফাত ভাই সান বেড়াতে এলে বিকাল ৪ টার দিকে একসঙ্গে খেলতে খেলতে বাড়ি থেকে বের হয়ে যায় সিনথিয়া ও সান। এরপর তাদের কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর রাত ৮টার দিকে তাদের মরদেহ বাড়ির অদুরে কলইডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি পুকুরের পানিতে ভেসে উঠতে দেখে গ্রামবাসী তাদের লাশ উদ্ধার করে। মর্মান্তিক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মাগুরা সদর ইউএনও আবু সুফিয়ান পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলা৭১নিউজ/জেএস