বাংলা৭১নিউজ,(হবিগঞ্জ)প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে পাথরবোঝাই ট্রাক উল্টে মোশাররফ হোসেন (৪৮) নামে এর চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে শায়েস্তাগঞ্জের ওলিপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রাকচালক ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার জয়পুর গ্রামের আমির হোসেনের ছেলে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, সিলেট থেকে পাথরবোঝাই একটি ট্রাক ঢাকার উদ্দেশে যাচ্ছিল। ওলিপুরে পৌঁছার পর নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে গেলে ঘটনাস্থলেই মারা যান চালক। খবর পেয়ে হাইওয়ে পুলিশ সদস্যরা এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
বাংলা৭১নিউজ/এলএ.এফ