বাংলা৭১নিউজ, এম.নাজিম উদ্দিন,পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের ১৫০নং সুলতানাবাদ-উত্তর নাজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উম্মুক্ত মাঠে শিক্ষার্থীদের পাঠদান করা হচ্ছে। বিদ্যালয় ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় বাধ্য হয়েই দীর্ঘদিন থেকে শিক্ষার্থীরা খোলা মাঠে পাঠদান করছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টিতে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা ১৮০ জন। ১৯৯৪ সালে এলজিইডির তত্ত্বাবধানে একটি ভবণ নির্মাণ করা হয়। নির্মাণকালে নিম্মমানের উপকরণ ব্যবহার ও সিডিউল অনুযায়ী কাজ না করায় কিছুদিনের মধ্যে বিদ্যালয় ভবনটি জড়াজীর্ণ হয়ে পড়ে। ভবনটির দেয়াল ও স্লাবের পলেস্তরা খসে পড়ে। বীম ও কলাম ফেলে রড বেরিয়ে যায়। ধ্বসে পড়ার আশংকায় সম্প্রতি বীমের নিচে লোহার পাইপ দিয়ে সাপোর্ট দেয় হয়। বর্ষা মৌসুম এলেই ছাদ চুইয়ে পানি পড়ে মেঝে তলিয়ে যায়।
এ অবস্থায় ২০১৭ সালের ১৬ জুলাই উপজেলা শিক্ষা কর্মকর্তা পরিদর্শন শেষে ভবনটিতে পাঠদান না করার জন্য শিক্ষকদের নির্দেশ দেন। এরপর থেকে নিরুপায় হয়ে শিক্ষকরা খোলা মাঠে পাঠদান শুরু করেন। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী সামিউল আলিম ও তাছলিমা জানায়, ক্লাশে এলেই মাথায় আতংক ভর করে। ভবন ধ্বসে পড়ার আশংকায় আমাদের লেখাপড়া বিঘিœত হচ্ছে। মালা আক্তার ও পপি নামের দুই অভিভাবক বলেন, দ্রুত এই বিদ্যালয়ে একটি নতুন ভবন নির্মাণের দাবী জানাই।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রোকেয়া বেগম বলেন, শ্রেণী কক্ষে পাঠদান করার কোন পরিবেশ নেই, রয়েছে বেঞ্চ সংকট। এছাড়াও টয়লেট না থাকায় শিক্ষার্থীরা ভোগান্তির শিকার হচ্ছে।
বাউফলের উপজেলা শিক্ষা কর্মকর্তা রিয়াজুল হক বলেন, একাধিকবার বিষয়টি উর্দ্ধতন কতৃপক্ষের কাছে অবহিত করা হয়েছে।
বাংলা৭১নিউজ/জেএস