বাংলা৭১নিউজ, মানিকগঞ্জ : ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে আজ সকাল পৌনে ৭টা থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। মাঝপদ্মায় আটকে রয়েছে ছয়টি ফেরি।
আরিচা ফেরি সেক্টরের ডেপুটি জেনারেল ম্যানেজার শেখ মোহাম্মদ নাসিম জানান, নৌরুটে দুর্ঘটনা এড়াতে সকাল পৌনে ৭টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।
দৌলতদিয়া প্রান্তে ৫টি ফেরি ও পাটুরিয়া প্রান্তে আরও ৫টি ফেরি নোঙর করে আছে।
কুয়াশা কেটে গেলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে বলেও জানান আরিচা ফেরি সেক্টরের ওই কর্মকর্তা।
বাংলা৭১নিউজ/এম