বাংলা৭১নিউজ, মানিকগঞ্জ: ঘন কুয়াশার কারণে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যাওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।
রোববার রাত দেড়টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এ সময় যানবাহন ও যাত্রী নিয়ে মাঝ নদীতে আটকে পড়ে ছোট বড় সাতটি ফেরি।
পাটুরিয়া ফেরিঘাট শাখা নৌ-পুলিশের ইনচার্জ সামছুল আলম ফেরি চলাচল বন্ধের বিষয়টি জানান।
তিনি বলেন, নৌ-পথে সকল প্রকার দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে এ ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে কুয়াশা কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে।
বাংলা৭১নিউজ/এসএন