ঘন কুয়াশার কারণে ৬ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সকাল সোয়া ৭টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
তবে তীব্র শীতে এখনও পারের অপেক্ষায় রয়েছে ছোট-বড় ৮ শতাধিক যানবাহন। ভোগান্তিতে দক্ষিণ-পশ্চিম আঞ্চলের ২১ জেলার যাত্রী, শ্রমিক ও ব্যবসায়ীরা।
ঘাট কর্তৃপক্ষ জানান, কুয়াশার কারণে সন্ধ্যা থেকে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। রাত ১২টা ৫৫ মিনিটে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের পদ্মার চ্যালেনের বিকন বাতি ও মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। এ সময় দুর্ঘটনা এড়াতে এ নৌরুটের সব নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেন কর্তৃপক্ষ।
এতে মাঝ নদীতে আটকে পড়ে ছোট-বড় ৪টি ফেরি।
পরে বৃহস্পতিবার সকাল সোয়া ৭টার দিকে কুয়াশার মাত্রা কমে আসলে ফেরি মাঝ পদ্মার আটকা পড়া ফেরিগুলো ঘাটে নোঙর করতে সক্ষম হয়। পরে স্বাভাবিক হয় ফেরি চলাচল। তবে এখনও ৮ শতাধিক যানবাহন পারের অপেক্ষায় রয়েছে। এতে ভোগান্তিতে যানবাহনের হাজারো শ্রমিক ও যাত্রী।
বাংলা৭১নিউজ/এমকে