বাংলা৭১নিউজ,(লালমনিরহাট)প্রতিনিধিঃ লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধরলা নদীতে রাবার ড্যামের পাশে পৌরসভার ১নং ওয়ার্ড বেংকান্দা এলাকায় সরকারি নির্দেশনা অমান্য করে অবৈধভাবে বালু তোলার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মো. আপেল মাহমুদ। তিনি লালমনিরহাটের পাটগ্রাম পৌরসভার রাবার ড্যাম বানিয়াপাড়া এলাকার আব্দুস সোবহানের ছেলে ।
উপজেলার ধরলা নদীর পাড়ে গতকাল শুক্রবার ( ২৪ এপ্রিল) এই অভিযান চালান ভ্রাম্যমান আদালত। পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম মো. মশিউর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
এছাড়াও করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে সরকারি নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়রের পরও (দুপুর ১টার পর) দোকান খোলা রাখার অপরাধে পাটগ্রাম আন্ত:জেলা মোড়ে একটি মুদি দোকানদার কে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে,‘ পাটগ্রাম উপজেলার ধরলা নদীতে রাবার ড্যামের পাশে পৌরসভার ১ নং ওয়ার্ড বেংকান্দা এলাকায় সরকারি নির্দেশনা অমান্য করে অবৈধ ভাবে বালু তোলা হচ্ছে । ওই বালুগুলো ট্রলির মাধ্যমে নিয়ে বিভিন্ন জায়গায় বিক্রি করছে। এমন সংবাদের ভিত্তিতে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মশিউর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ধরলা নদী থেকে অবৈধভাবে মাটি নেওয়ার অপরাধে ৩ টি বালুসহ ট্রলি আটক করে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মো. আপেল মাহমুদ নামের এক ব্যক্তি কে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
এ ছাড়াও সরকারি নির্দেশনা অমান্য করে নির্ধারিত সময়রের পরও (দুপুর ১টার পর) দোকান খোলা রাখার অপরাধে পাটগ্রাম আন্ত:জেলা মোড়ে একটি মুদি দোকানদার কে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় পাটগ্রাম থানা পুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে ছিল।
এ বিষয়ে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মশিউর রহমান বলেন,‘ ২০১০ সালের বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ওই ব্যক্তি কে দোষী সাব্যস্থ করে জরিমানা করা হয়। এ ছাড়াও করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে উপজেলার বিভিন্ন এলাকায় নিয়মিত প্রচার- প্রচারণা করা হচ্ছে। আমরা মানুষকে সচেতন করার চেষ্ট করছি। যারা সচেতন হচ্ছে না ও আইন মানছে না তাদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা মাধ্যমে জরিমানা করা হচ্ছে। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
বাংলা৭১নিউজ/এফএ