গল্প ও উপন্যাস শাখায় এ বছর পাঞ্জেরী আনন্দ আলো শিশুসাহিত্য পুরস্কার পেয়েছেন কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন। ‘বাবান ও টুনটুনি পাখি’ বইটির জন্য তিনি এই পুরস্কারে ভূষিত হয়েছেন। এ ছাড়া ছড়া ও কবিতা শাখায় পুরস্কার পেয়েছেন মাহফুজ রহমান। মুক্তিযুদ্ধ শাখায় পুরস্কার পেয়েছেন সুরমা জাহিদ ও ইমরান পরশ।
আগামীকাল সোমবার (১৯ ডিসেম্বর) দুপুর ১২টায় চ্যানেল আই ভবনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।
এ ছাড়াও বই অলংকরণ শাখায় ‘স্মৃতির বাতায়নে চাঁদের হাট’ বইয়ের জন্য পুরস্কার পেয়েছেন আফজাল হোসেন এবং শ্রেষ্ঠ শিশুতোষ প্রকাশনা হিসেবে পুরস্কার পাচ্ছে ‘কথা প্রকাশ’। পাঞ্জেরী-আনন্দ আলো সাহিত্য পুরস্কার ২০২১ মুক্তিযুদ্ধ গবেষণায় পাচ্ছেন হাবিবুর রহমান, শিশুসাহিত্যে আমীরুল ইসলাম, ছড়া-কবিতায় মারুফুল ইসলাম, নাটকে রতন সিদ্দিকী এবং ছোটগল্পে সঙ্গীতা ইমাম।
বাংলা৭১নিউজ/এসএইচ