প্রথমবারের মতো নিজস্ব আলোকচিত্র নিয়ে প্রদর্শনীর আয়োজন করেছেন ডা. আব্দুস সামাদ আলিম। বিভিন্ন দেশের এবং প্রজাতির পাখির ছবি নিয়ে সংকলন করেছেন ‘দ্যা উইংস অব ভাইব্রান্স’। বাংলাদেশের বিভিন্ন জেলাসহ থাইল্যান্ড সিঙ্গাপুর, মালদ্বীপ ও ভারতের বিভিন্ন দর্শনীয় স্থান থেকে তোলা ছবির মধ্যে অনন্য কিছু পাখির ছবি স্থান পেয়েছে আলোকচিত্র প্রদর্শনীতে। প্রদর্শনীতে স্থান পেয়েছে ৬৫টি প্রজাতির পাখির ৮৯টি ছবি।
আজ শনিবার সকাল ১১টা থেকে রাজধানীর গুলশান-২ এ বে’জ এজ ওয়াটারের এজ গ্যালারিতে এই প্রদর্শনী কার্যক্রমের উদ্বোধন করা হয়। দুইদিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী শেষ হবে রবিবার রাত ৮টায়।
স্বনামধন্য ওয়াইল্ড-লাইফ ফটোগ্রাফার ডা. আলিম বলেন, ‘ছবি তোলা মুখ্য নয়, মূল বিষয় হলো পাখিকে রক্ষা করা। পাখির মাধ্যমে প্রকৃতিকে রক্ষা করা, এর মাধ্যমে মানব জাতির বিপর্যয় প্রতিরোধ বা প্রতিহত করা। পাখির ছবির মাধ্যমে খুব সহজে মানুষের মধ্যে আকর্ষণ ও মেলবন্ধন তৈরি করা যায়। ‘
তিনি আরো বলেন, ‘আগে যে পরিমাণ পাখি শিকার করা হতো, এখন তা অনেকটাই কমে এসেছে। নতুন প্রজন্মের মধ্যে পাখির প্রতি ভালোবাসা থেকেই তা সম্ভব হয়েছে। আলোকচিত্র প্রদর্শনীর মাধ্যমে এই ক্ষুদ্র প্রয়াসকে জাগত করতে পারলেই আমরাদের সার্থকতা। ‘
প্রদর্শনীতে কোরিয়ান রাষ্ট্রদূত লি জ্যাং কিউন বলেন, ‘বিশ্ববিদ্যালয় পড়াশোনাকালীন ফটোগ্রাফির কিছু শিখেছিলাম। তবে পাখির ছবি তোলার কাজ বেশ কষ্টসাধ্য। মোবাইলে অনেকবার ছবি তুলতে গিয়ে ব্যর্থ হয়েছি। ডা. আলিম নিঃসন্দেহে খুব ভালো ছবি তুলেছেন। ‘
অনুষ্ঠানে আরো বক্তৃতা দিয়েছেন রাশিয়ার রতন লিউয়েন, বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি ইউসুফ তুষার এবং ডা. আব্দুস সামাদ আলিনের স্ত্রী নাদিয়া।
উল্লেখ্য, ডা. আলিম একজন ক্লিনিক্যাল নিউরোলজিস্ট এবং পেশায় ব্যবসায়ী। যিনি ইতোমধ্যে ওয়াইল্ড-লাইফ ফটোগ্রাফিতে বেশ সুনাম অর্জন করেছেন।