বাংলা৭১নিউজ, ডেস্ক: পাকিস্তানের পররাষ্ট্র সচিব আইজাজ আহমেদ চৌধুরী বলেছেন, ইসলামাবাদ-বেইজিং কৌশলগত সম্পর্ক আমেরিকাকে অস্থির করে তুলেছে। পাক সিনেটের পররাষ্ট্র এবং প্রতিরক্ষা বিষয়ক স্ট্যান্ডিং কমিটিতে দেয়া ব্রিফিং-এ এ মন্তব্য করেছেন তিনি।
আইজাজ চৌধুরি বলেন, চীনের সঙ্গে পাকিস্তানের ক্রমবর্ধমান কৌশলগত অংশীদারিত্ব পাক-মার্কিন সম্পর্কে বর্তমান টানাপড়েনের অন্যতম কারণ। তার মতে, বহু বিলিয়ন ডলারের চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর বা সিপিইসি প্রকল্প হয়ত আামেরিকাকে অস্থির করে তুলেছে।
পাক পররাষ্ট্র সচিব আরো বলেন, পরমাণু কর্মসূচিসহ পাকিস্তানের সুনির্দিষ্ট জাতীয় স্বার্থের বিষয়ে কোনো আপোশ করা হবে না বলে পরিষ্কার ভাষায় ওয়াশিংটনকে জানিয়ে দিয়েছে ইসলামাবাদ। প্রেসিডেন্ট বারাক ওবামার পাকিস্তান ও আফগানিস্তান বিষয়ক বিশেষ প্রতিনিধি রিচার্ড ওলসনের ইসলামাবাদ সফরের কথা উল্লেখ করে তিনি বলেন, এ সফরে ওয়াশিংটনকে পরিষ্কার ভাষায় এই বার্তা দেয়া হয়েছে যে, পাকিস্তানে আর কোনো ড্রোন হামলা মেনে নেয়া হবে না।
বেলুচিস্তানের নাওশিক জেলায় গত ২১ মে মার্কিন ড্রোন হামলাকে কেন্দ্র করে দেশ দু’টির সম্পর্কের অবনতি শুরু হয়। ওই ড্রোন হামলায় আফগান তালেবান নেতা মোল্লা আখতার মানুসর নিহত হন।
এই প্রথম পাকিস্তানের কোনো শীর্ষস্থানীয় কর্মকর্তা প্রকাশ্য বললেন, ইসলামাবাদ-বেইজিং ঘনিষ্ঠ সম্পর্কের কারণেই অস্থির হয়ে উঠেছে আমেরিকা।
বাংলা৭১নিউজ/সূত্র:পার্সটুডে