বাংলা৭১নিউজ,ডেস্ক: পুলওয়ামায় জঙ্গি হানায় ৪৯ জন সিআরপিএফ শহিদ হয়েছেন। পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন জৈশ–ই–মহম্মদ এই হামলা চালায়। তারপর থেকেই গোটা দেশে ক্ষোভের আগুন জ্বলছে।
বিভিন্ন মহল থেকে এই হামলার নিন্দা করা হচ্ছে। ব্যতিক্রম নয় ক্রীড়াজগৎ। দেশের প্রাক্তন থেকে বর্তমান ক্রিকেটাররা সোচ্চার। পাকিস্তানের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করার দাবি উঠেছে। এমনকি বিশ্বকাপে পাক ম্যাচ বয়কট করার দাবিও উঠেছে। ইতিমধ্যেই এই হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন স্টেডিয়াম থেকে পাক ক্রিকেটারদের ছবি সরিয়ে দেওয়া হয়েছে। সিএবি প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলিও এই হামলায় যথেষ্ট ক্ষুব্ধ। তিনিও পাক ম্যাচ না খেলার দাবি তুলেছেন।
এরইমধ্যে শনিবার দুপুরে সিএবিতে বিজেপির যুব মোর্চার সদস্যরা হাজির হন। ক্লাবহাউসে থাকা পাক ক্রিকেটারদের ছবি সরানোর দাবি তুলছিলেন তারা। ক্লাবহাউসে রয়েছে ইমরান খান, ওয়াসিম আক্রামদের ছবি। সৌরভ গাঙ্গুলিকে তারা ডেপুটেশন দিতে এসেছিলেন।
ঘটনাস্থলে দ্রুত হাজির হয় পুলিশ। ক্লাবহাউসের সামনে বিক্ষোভ দেখানোর জন্য বেশ কয়েকজন বিজেপি সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে।
বাংলা৭১নিউজ/সূত্র:আজকাল অনলাইন