মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫, ০৯:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউন্সিল অব এমআইএসটির সভা অনুষ্ঠিত আইসিএমএবির প্রেসিডেন্ট মাহতাব উদ্দিন, সচিব হাসনাইন তৌফিক আগামী নির্বাচনে চ্যালেঞ্জের চেয়ে সুবিধা বেশি দেখতে পাচ্ছি : ইসি সানাউল্লাহ আপ্লুত ফারজানা রুপা, ফিরতে চান স্বাভাবিক জীবনে সপ্তম দফায় বেলারুশের প্রেসিডেন্ট হলেন লুকাশেঙ্কো খেলতে খেলতে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু সাবেক প্রতিমন্ত্রী এনাম ৬ দিনের রিমান্ডে ‘প্রতিবন্ধীরা প্রশিক্ষিত হলে জাতি গঠনে ভুমিকা রাখতে পারবে’ জরুরি বৈঠকে সিদ্ধান্ত, ঢাবির অধীনে থাকছে না ৭ কলেজ নিয়মরক্ষার ম্যাচে রাজশাহীর বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে সিলেট মানি লন্ডারিং মামলায় খালাস পেলেন নুরউদ্দিন অপু দিল্লিকে অবৈধ বাংলাদেশিমুক্ত করবে বিজেপি: অমিত শাহ প্রথম ধাপে মালয়েশিয়া যেতে পারবেন ৭ হাজার ৯৬৪ জন ভারত-চীনের বাঁধ নির্মাণে বাংলাদেশের স্বার্থ অক্ষুণ্ন রাখার চেষ্টা করব: রিজওয়ানা নেত্রকোনায় আওয়ামী লীগের ৩৭ নেতাকর্মী কারাগারে ট্রাকচাপায় প্রাণ গেলো শ্বশুরের, হাসপাতালে জামাই ১১ দাবি নিয়ে প্রাইম মুভার মালিকদের কর্মবিরতির হুঁশিয়ারি দুদক থেকে পুতুলের মামলার তথ্য এখনো পররাষ্ট্রে আসেনি এপেক্স গলফ টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ মবের মধ্যে ঢুকে মারামারি থামানোর কথা বলতে হেডম লাগে : সারজিস

পাকিস্তানে বহুজাতিক নৌ মহড়া, অংশ নেবে বাংলাদেশসহ ৬০টি দেশ

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপলোড সময় সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ৫ বার পড়া হয়েছে

বড় ধরনের নৌ মহড়ার আয়োজন করছে পাকিস্তান। দক্ষিণ এশিয়ার পারমাণবিক অস্ত্রধারী এই দেশটির আয়োজিত দ্বিবার্ষিক বহুজাতিক এই নৌ মহড়ায় অংশ নেবে বাংলাদেশ ও তুরস্কসহ বিশ্বের ৬০টি দেশ।

দেশটির প্রধান বন্দরনগরী করাচির কাছে আরব সাগরের উত্তরে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে এই মহড়া চলবে ৫ দিন ধরে। রোববার (২৬ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

বার্তাসংস্থাটি বলছে, পাকিস্তান আগামী মাসে বিশ্বের ৬০টি দেশের অংশগ্রহণে দ্বিবার্ষিক বহুজাতিক নৌ মহড়ার আয়োজন করছে। পাকিস্তান নৌবাহিনী রোববার জানিয়েছে, “আমান (শান্তি) ২৫” নামের পাঁচ দিনের এই মহড়াটি আগামী ৭ থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত বন্দরনগরী করাচির কাছে উত্তর আরব সাগরে অনুষ্ঠিত হবে।

২০০৭ সাল থেকে পাকিস্তান এই ধরনের বহুজিাতিক সামরিক মহড়ার আয়োজন করে আসছে। চলতি বছর এই মহড়া নবম বারের মতো অনুষ্ঠিত হবে এবং এর থিম নির্ধারণ করা হয়েছে— “নিরাপদ সমুদ্র; সমৃদ্ধ ভবিষ্যৎ”।

এছাড়া এই বছরের মহড়ার একটি প্রধান আকর্ষণ হচ্ছে “আমান ডায়ালগ”। মহড়ার সময় এই ডায়ালগে আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনার পাশাপাশি ক্রমবর্ধমান সামুদ্রিক চ্যালেঞ্জ মোকাবিলায় যৌথ কৌশল প্রণয়নের জন্য নৌবাহিনীর প্রধান, কোস্ট গার্ড প্রধান এবং সারা বিশ্বের সিনিয়র মেরিটাইম নেতারা একত্রিত হবেন।

পাঁচদিনব্যাপী ব্যাপক এই মহড়ায় অংশগ্রহণকারী দেশগুলোর জাহাজ, বিমান, স্পেশাল অপারেশন্স ফোর্সেস, বিস্ফোরক নিষ্ক্রিয়কারী দল, মেরিন এবং পর্যবেক্ষকরা অংশগ্রহণ করবেন। পাকিস্তানের নৌবাহিনী এক বিবৃতিতে বলেছে, “আমান সিরিজের এই মহড়া আঞ্চলিক শান্তি ও সহযোগিতার প্রচারে পাকিস্তান নৌবাহিনীর প্রচেষ্টার একটি অংশ।”

২০০৭ সালে অনুষ্ঠিত উদ্বোধনী আমান মহড়ার স্লোগান ছিল “শান্তির জন্য একসাথে”। ২৮টি দেশের অংশগ্রহণ প্রথম সেই মহড়াটি অনুষ্ঠিত হয়েছিল। আর ২০২৩ সাল নাগাদ প্রধান নৌশক্তিসহ মহড়ায় অংশগ্রহণকার দেশের সংখ্যা ৫০টিরও বেশিতে উন্নীত হয়।

এদিকে পাকিস্তানের করাচিতে অনুষ্ঠিতব্য এই মহড়ায় অংশগ্রহণের উদ্দেশে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা সমুদ্র জয়’ ইতোমধ্যেই রওয়ানা হয়েছে। নৌবাহিনী জাহাজ ‘বানৌজা সমুদ্র জয়’ এর অধিনায়ক ক্যাপ্টেন মো. শাহরিয়ার আলমের নেতৃত্বে ৩৩ জন কর্মকর্তা, ৫৮ জন প্রশিক্ষণার্থী কর্মকর্তাসহ মোট ২৭৪ জন নৌ সদস্য আন্তর্জাতিক এই ফ্লিট রিভিউতে অংশগ্রহণ করবেন।

এর আগে ২০০৭, ২০০৯ ও ২০১৩ সালেও বাংলাদেশ নৌবাহিনী ‘আমান মহড়া’য় অংশগ্রহণ করে পেশাদারিত্ব ও দক্ষতার পরিচয় দিয়েছে যা বর্হিবিশ্বের কাছে বাংলাদেশ নৌবাহিনী তথা বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে।

বাংলা৭১নিউজ/একে

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com