পাকিস্তানে বন্দুকধারীদের হামলায় একটি বাসের সাত যাত্রী নিহত হয়েছে। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের বারখান জেলায় স্থানীয় সময় মঙ্গলবার রাতে লাহোরগামী একটি বাসের যাত্রীদের ওপর ওই হামলার ঘটনা ঘটেছে বলে স্থানীয় কর্মকর্তারা নিশ্চিত করেছেন।
আফগানিস্তান এবং ইরানের সীমান্তবর্তী প্রদেশটি বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীদের বিরুদ্ধে কয়েক দশক ধরে চলা লড়াইয়ের একটি প্রধান যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। এই বিদ্রোহীরা স্বায়ত্তশাসন এবং এই অঞ্চলের প্রাকৃতিক সম্পদের একটি অংশ দাবি করে আসছে।
প্রায় ৪০ জন সশস্ত্র বন্দুকধারীদের একটি দল একাধিক বাস ও যানবাহন থামিয়ে সাত যাত্রীকে বাস থেকে জোরপূর্বক নামিয়ে গুলি ক। তারা প্রত্যেকের জাতীয় পরিচয়পত্র পরীক্ষা করে দেখেছে। জেলা প্রশাসক ওয়াকার খুরশিদ আলম রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।
জেলা প্রশাসক জানিয়েছেন, নিহতদের মধ্যে সাতজনই পাঞ্জাব প্রদেশের বাসিন্দা। এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেনি। কী কারণে ওই হামলার ঘটনা ঘটেছে সে বিষয়টি এখনও পরিষ্কার নয়।
এর আগে দেশটির পেশোয়ারে বন্দুকধারীর গুলিতে পাঁচজন নিহত হয়। স্থানীয় সময় রোববার (১৬ ফেব্রুয়ারি) ভোরে শহরের বাদাবর এলাকায় এই ঘটনা ঘটে। ব্যক্তিগত শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে জানায় পুলিশ।
গত মাসেও পেশোয়ারসহ বিভিন্ন এলাকায় ব্যক্তিগত বিরোধের জেরে বেশ কয়েকটি প্রাণঘাতী হামলার ঘটনা ঘটেছিল। সেসময় তেহকাল এলাকায় দুই পক্ষের গোলাগুলিতে পাঁচজন নিহত ও ছয়জন আহত হন। পুলিশের দাবি, এই সংঘর্ষও ব্যক্তিগত শত্রুতার ফল।
এছাড়া গত আগস্টে বিচ্ছিন্নতাবাদীরা পাকিস্তানের বিভিন্ন স্থানে হামলা চালালে বহু মানুষ প্রাণ হারায়। বিভিন্ন পুলিশ স্টেশন, অবকাঠামো এবং বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে এসব হামলা চালানো হয়। এছাড়া রাস্তার ধারে একটি হামলার ঘটনায় কমপক্ষে ২৩ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
বাংলা৭১নিউজ/এসএইচ