বাংলা৭১নিউজ, ডেস্ক: পাকিস্তানের ভূখণ্ডে সাম্প্রতিক ড্রোন হামলা নিয়ে আলোচনা করতে উচ্চ পর্যায়ের একটি মার্কিন প্রতিনিধিদল আজ রাজধানী ইসলামাবাদে পৌঁছেছে।
ওই প্রতিনিধি দলে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাকিস্তান এবং আফগানিস্তান বিষয়ক মার্কিন সিনিয়র ডিরেক্টর ড. পিটার ল্যাভয় এবং পাকিস্তান ও আফগানিস্তান বিষয়ক বিশেষ প্রতিনিধি রিচার্ড ওলসন রয়েছেন।
পাকিস্তানের ভূখণ্ডে চালানো সাম্প্রতিক এক ড্রোন হামলায় আফগান তালেবান নেতা মোল্লা আখতার মানসুর নিহত হয়েছেন। পাক ভূখণ্ডে চালানো এ হামলার বিষয়ে কঠোর প্রতিক্রিয়া ব্যক্ত করেছিল ইসলামাবাদ।
২১ মে চালানো ড্রোন হামলাকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতি নিয়ে এ প্রতিনিধি দল পাক সামরিক এবং বেসামরিক কর্তৃপক্ষের সঙ্গে আজ আলোচনা করবেন। মার্কিন এ ড্রোন হামলায় তালেবান প্রধান মোল্লা মানসুর নিহত হয়েছিলেন। ড্রোন হামলা এবং ভারত-মার্কিন ক্রমবর্ধমান প্রতিরক্ষা সহযোগিতার বিষয়ে ইসলামাবাদ কঠোর অবস্থান নিয়েছে। ফলে পাক-মার্কিন আলোচনার বেশ শক্ত হবে বলে পাকিস্তানের সংবাদ আভাস দিয়েছে।
মানসুরকে হত্যার মধ্য দিয়ে আফগান শান্তি প্রক্রিয়াকে নস্যাৎ করা হয়েছে বলে ইসলামাবাদ মনে করে। এ ছাড়া, চতুর্পক্ষীয় জাতি যে সিদ্ধান্ত নিয়েছিল তার পরিষ্কার বিরোধী ছিল মার্কিন এ পদক্ষেপ।
এদিকে, ওয়াশিংটন-নয়াদিল্লি ঘনিষ্ঠ প্রতিরক্ষা সম্পর্কের পরিপ্রেক্ষিতে আমেরিকার সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনা করবে বলে পাকিস্তান আভাস দিয়েছে।
বাংলা৭১নিউজ/সিএইস