বাংলা৭১নিউজ, ডেস্ক: সাবেক পাকিস্তানি খেলোয়াড় ও আন্তর্জাতিক আম্পায়ার জাভেদ আখতার মারা গেছেন।
শুক্রবার রাওয়ালপিন্ডিতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫।
পাকিস্তানের জার্সি গায়ে মাত্র একটি টেস্ট ম্যাচ খেলেছিলেন আখতার। লিডসে ইংল্যান্ডের বিপক্ষে অফস্পিনার হিসেবে ২১ বছর বয়সে তার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে। কিন্তু দলের ইনিংস ও ১১৭ রানের পরাজয়ে উইকেশূন্য থাকেন তিনি। এরপর তাকে আর ন্যাশনাল টিমে দেখা যায়নি।
প্রথম শ্রেণির ক্রিকেটে ১৭ মৌসুমের (১৯৫৯-৬০ থেকে ১৯৭৫-৭৬) ক্যারিয়ারে ৫১ ম্যাচে ১৮৭টি উইকেট লাভ করেছিলেন প্রয়াত আখতার। ক্রিকেট থেকে অবসরের পর একই বছর তিনি আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে ফেরেন।
শিয়ালকোটে ১৯৭৬ সালে পাকিস্তান-নিউজিল্যান্ড ওডিআই ম্যাচে আখতারের আন্তর্জাতিক আম্পায়ার হিসেবে পথচলা শুরু হয়। ১৯৯৭ থেকে ১৯৯৯ পর্যন্ত তিনি আইসিসির প্যানেলের দায়িত্বে ছিলেন। সব মিলিয়ে ১৮ টেস্ট ও ৪০টি ওয়ানডে ম্যাচে আম্পায়ারিং করেছিলেন তিনি। যার শেষটা হয় ১৯৯৯ বিশ্বকাপে ইংল্যান্ড-ভারত গ্রুপ পর্বের ম্যাচে দিয়ে।
সূত্র: ইএসপিএনক্রিকইনফো
বাংলা৭১নিউজ/সিএইস