বাংলা৭১নি্উজ, ডেস্ক : যুব এশিয়া কাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার গল আন্তর্জাতিক স্টেডিয়ামে স্থানীয় সময় সকাল ১০টায় ম্যাচটি শুরু হয়েছে।
পাকিস্তান ক্রিকেট দলের আমন্ত্রণে ব্যাটিং করছে বাংলাদেশ যুব দল। ১ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১০ ওভারে ৪০ রান। সাজঘরে ফিরেছেন মাহিদুল ইসলাম অঙ্কন। দলীয় ৩১ রানে শাহীন শাহ আফ্রিদির বলে এলবিডব্লিউর শিকার হন অঙ্কন। দ্বিতীয় উইকেটে জুটি বেঁধেছেন অধিনায়ক সাইফ হাসান ও আফিফ হোসেন।
বাংলাদেশ প্রথম দুই ম্যাচেই বড় জয় পেয়েছে। প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৪ উইকেটে হারানোর পর দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরকে ৭ উইকেটে হারায় বাংলাদেশ। দুই জয়ে সেমিফাইনালে এক পা দিয়ে রেখেছে বাংলাদেশ। আজ জিতলেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল খেলবে লাল-সবুজ জার্সিধারীরা। অন্যদিকে সিঙ্গাপুরের বিপক্ষে প্রথম ম্যাচে জয়ের পর আফগানিস্তানের কাছে হারের তিক্ত স্বাদ পায় পাকিস্তান। আজ হারলেই টুর্নামেন্ট থেকে বিদায় নেবে পাকিস্তান।
বাংলা৭১নি্উজ/এন