রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ফ্যাসিস্ট যেন সংসদে ফিরে আসতে না পারে: বদিউল আলম বাংলাদেশ নিয়ে এপিপিজি রিপোর্টকে ‘একপাক্ষিক’ বললেন রূপা হক আজহারীর মাহফিল থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে শিক্ষার্থীর মৃত্যু মঙ্গলবার থেকে অবৈধ অভিবাসীদের গণগ্রেপ্তার শুরু যুক্তরাষ্ট্রে লালমনিরহাটে আজহারীর মাহফিলে মোবাইল চুরি, নারীসহ আটক ২২ বিপ্লব বেহাত হয়নি, জন-আকাঙ্ক্ষার দেশ গড়তে কাজ করছে সরকার চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসন প্রকল্প নিয়ে নতুন কর্মপরিকল্পনা যেকোনো উপায়ে সাধারণ মানুষের ভোট প্রদানের অধিকার থাকতে হবে প্রধান উপদেষ্টাকে সংগ্রামের গল্প শোনালেন ১৫ উদ্যোক্তা পাকিস্তানের ‘জেএফ-১৭ থান্ডার’ যুদ্ধবিমান ক্রয়ে আগ্রহী বাংলাদেশ ‘দেশের অর্থনৈতিক উন্নয়নে ইসলামী ব্যাংকের অবদান অবিস্মরণীয়’ আর জি করে ধর্ষণ-হত্যা স্থানীয় আদালতে দোষী সাব্যস্ত সঞ্জয় রায় ইরানে সুপ্রিম কোর্টে ২ বিচারককে গুলি করে হত্যা ছাত্রদলের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি শুরু ইউক্রেনীয় সেনাদের হাতে ১২ ভারতীয় নিহত, নিখোঁজ ১৬ দুর্নীতির মামলায় কেউ ছাড় পাবে না: দুদক মহাপরিচালক সরকার ডিসেম্বরের দিকে ইলেকশন দেওয়ার চেষ্টা করবে: স্বাস্থ্য উপদেষ্টা তিনবার দলবদলের রেকর্ডগড়া ডেনিস ল’র মৃত্যু গত তিন নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি : উপদেষ্টা ফাওজুল ট্রাম্পের অভিষেকে বরফের বাগড়া, অনুষ্ঠান হবে ইনডোরে

পাকিস্তানের ‘জেএফ-১৭ থান্ডার’ যুদ্ধবিমান ক্রয়ে আগ্রহী বাংলাদেশ

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপলোড সময় শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ২৩ বার পড়া হয়েছে

অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর থেকেই পাকিস্তানের সঙ্গে সম্পর্কের উন্নতি হচ্ছে বাংলাদেশের। বাণিজ্যিক সম্পর্কের পর এবার দুদেশের মধ্যে সামরিক অংশীদারিত্বও বাড়ছে। এর মধ্যে নতুন করে পাকিস্তানের ‘জেএফ-১৭ থান্ডার’ যুদ্ধবিমানের প্রতি গভীর আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউন।

গত বুধবার (১৫ জানুয়ারি) পাকিস্তানের সামরিক নেতৃত্বের সঙ্গে বৈঠক করতে রাওয়ালপিন্ডিতে পাকিস্তান সেনাবাহিনীর জেনারেল সদর দপ্তর (জিএইচকিউ) পরিদর্শন করেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিনিধি দল। আর সেই সফরে পাকিস্তানের জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান নিয়ে নিজেদের আগ্রহ দেখিয়েছেন বাংলাদেশের সামরিক কর্মকর্তারা।

পাকিস্তান-ভিত্তিক দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ থেকে একটি উচ্চ-পর্যায়ের প্রতিরক্ষা প্রতিনিধিদল বুধবার পাকিস্তান সফর করেন এবং পাকিস্তান এয়ার ফোর্স (পিএএফ) প্রধান, এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবর সিধুর সাথে দেখা করেন।

পাকিস্তানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমটি আরও জানায়, বাংলাদেশের সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানের নেতৃত্বে প্রতিনিধি দল পাকিস্তানের উন্নত সামরিক সরঞ্জাম, বিশেষ করে জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমানের প্রতি গভীর আগ্রহ প্রকাশ করেন।

ইন্টার-সার্ভিস পাবলিক রিলেশনস (আইএসপিআর) অনুসারে, বৈঠকটি ইসলামাবাদের বিমান সদর দপ্তরে অনুষ্ঠিত হয়েছিল, যেখানে উভয় পক্ষ সামরিক সম্পর্ক জোরদার করার এবং তাদের বিমান বাহিনীর মধ্যে সহযোগিতা বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করেছেন।

এয়ার চিফ মার্শাল জহির আহমেদ যৌথ প্রশিক্ষণ কর্মসূচি এবং সহযোগিতামূলক সুযোগ সম্প্রসারণের উপর দৃষ্টি নিবদ্ধ করে বাংলাদেশের সাথে সামরিক অংশীদারিত্ব আরও গভীর করার জন্য পাকিস্তানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

লেফটেন্যান্ট জেনারেল হাসান পাকিস্তান বিমান বাহিনীর আধুনিক উদ্যোগ, এর অত্যাধুনিক প্রযুক্তি এবং স্থানীয়ভাবে উন্নত প্রযুক্তিগত কাঠামোর প্রশংসা করেন। তিনি বিশেষভাবে অন্যান্য আধুনিক সামরিক হার্ডওয়্যারের সাথে জেএফ-১৭ থান্ডার বিমানের বিষয়ে আগ্রহ দেখিয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়, বৈঠকে সামরিক সহযোগিতা বৃদ্ধি এবং দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে উভয় দেশের অঙ্গীকারের ওপর জোর দেওয়া হয়েছে।

বাংলা৭১নিউজ/সূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com