বাংলা৭১নিউজ,ডেস্ক:পাকিস্তানের অভ্যন্তরে ভারতীয় বিমান বাহিনীর হামলা নিশ্চিত করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি। এ হামলাকে তিনি পাকিস্তানের বিরুদ্ধে আগ্রাসন হিসেবে অভিহিত করেছেন।
এর জবাবে কুরেশি বলেন, পাকিস্তানের আত্মরক্ষার অধিকার রয়েছে। এছাড়া, ভারতের আক্রমনের বিষয়ে পাকিস্তান আগে থেকেই ইঙ্গিত পেয়েছিল বলে দাবি করেন কুরেশি। তিনি বলেন, বিশ্বের কাছে আমরা বলে আসছিলাম যে ভারত এধরনের কিছু করার পরিকল্পনা করছে। আজকে তারা সত্যিই হামলা করেছে। আমি পাকিস্তানের আকাশে বিপদের মেঘ। কিন্তু পাকিস্তান এখনো শক্ত রয়েছে।
কুরেশি আরো বলেন, আমরা একটি দায়িত্বশীল জাতি। কৌশলগতভাবে আমরা এই হামলার জবাব দেব। পাকিস্তান জানে কিভাবে নিজ স্বার্থ রক্ষা করতে হয়।
বাংলা৭১নিউজ/একে