বুধবার, ০১ মে ২০২৪, ০৬:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যশোরে মরুর উত্তাপ, দেশের সর্বোচ্চ ৪৩.৮ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড ‘প্রবাসীদের সমস্যা আমার জানা, সমাধানে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে’ দুদকের প্রথম নারী মহাপরিচালক শিরীন পারভীন ইসলামী ব্যাংকের কুমিল্লা জোনের কর্মকর্তা সম্মেলন অনুষ্ঠিত ২০ মে থেকে ৬৫ দিন সমুদ্রে মাছ ধরায় নিষেধাজ্ঞা বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচিতে ৩৯ হাজার বই দিলো বিকাশ ফিলিস্তিনিদের ধাওয়া খেয়ে পালালেন জার্মান রাষ্ট্রদূত বৃক্ষরোপণে ন্যাশনাল গাইডলাইন্স প্রণয়নের নির্দেশ পরিবেশমন্ত্রীর বৃষ্টিতে সিলেটে বন্ধ বাংলাদেশ-ভারত ম্যাচ গুচ্ছের ২৪ বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফল প্রকাশ, উত্তীর্ণ ৫০৭৬০ সাংবাদিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠাই হোক মে দিবসের অঙ্গীকার দাবদাহে দ্বিগুণ সেচ খরচে দিশেহারা চাষিরা রেলওয়ের উন্নয়নে সহযোগিতা করতে চায় রাশিয়া ১৫ শতাংশ শ্রমিকের সম্মতিতে ট্রেড ইউনিয়ন গঠন করা যাবে ৩৬ বছরে চুয়াডাঙ্গায় সর্বোচ্চ ৪৩.৭ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড মুন্সিগঞ্জে হিট স্ট্রোকে দুজনের মৃত্যু বন্যা আতঙ্কে দ্রুত ধান কাটছেন হাওরের কৃষকরা ফেলে দেওয়া প্লাস্টিক দিয়ে ঢাকায় সড়ক নির্মাণ ভরিতে আরও ৪২০ টাকা কমলো সোনার দাম পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ

পাকিস্তানি সেনাবাহিনীর প্রশংসা করলেন আটক ভারতীয় পাইলট (ভিডিও)

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বৃহস্পতিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৯
  • ১২৬ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,ডেস্ক: আজাদ কাশ্মিরে ভূপাতিত হওয়া ভারতীয় মিগ-২১ যুদ্ধবিমানের আটক পাইলট অভিনন্দন বলেছেন, ‘পাকিস্তানি সেনাবাহিনী আমার ভালো দেখভাল করেছে। দেশে ফিরে গেলেও আমার বক্তব্যের পরিবর্তন হবে না।’ 

গতকাল বুধবার পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) প্রকাশিত এক মিনিট ১৯ সেকেন্ডের এক ভিডিওতে দেখা যায়, ওই কর্মকর্তা চা পান করছেন আর নিজের নাম-পরিচয় দিয়ে বিভিন্ন বিষয়ে কথা বলছেন।

ভিডিওতে ভারতের এই উইং কমান্ডার বলেন, ‘ক্যাপ্টেন (পাকিস্তানের) আমাকে ভিড় ও সৈন্যদের হাত থেকে উদ্ধার করে। আমি আশা করি আমার দেশের সেনাবাহিনীও এসে আমাকে এভাবে উদ্ধার করবে। পাকিস্তানি সেনাবাহিনীর আচরণে আমি অভিভূত।’

তিনি ভারতের কোন অঞ্চলে বাস করেন- পাকিস্তানি সেনা কর্মকর্তাদের এ প্রশ্নের জবাবে অভিনন্দন বলেন, ‘আমি দক্ষিণাঞ্চল থেকে।’ পরেই আবার তিনি বলেন, ‘আমার কি এটা আপনাদের বলার অনুমতি আছে?’

কথোপকথনে তিনি বিবাহিত কিনা এমন প্রশ্নের জবাবে অভিনন্দন বলেন, তিনি বিবাহিত।

ভিডিওতে তারপর ভারতের এই পাইলটকে বলা হয়, ‘আশা করি চা আপনার পছন্দ হয়েছে?’ জবাবে তিনি বলেন, ‘চা অসাধারণ, আপনাকে ধন্যবাদ।’

অভিনন্দনকে জিজ্ঞাসা করা হয়, ‘আপনি কোন বিমান চালাচ্ছিলেন?’ এর উত্তরে তিনি বলেন, ‘দুঃখিত মেজর, আমি এই বিষয়টি খোলাসা করতে পারছি না। তবে আমি নিশ্চিত আপনি বিমানের ধ্বংসাবশেষ দেখে ইতিমধ্যেই তা জেনেছেন।‘ এরপর ভিডিওতে তাকে প্রশ্ন করা হয়, ‘আপনার মিশন কী’ এর জবাবেও অভিনন্দন বলেন, ‘আপনাকে এটা বলার অনুমতি আমার নেই।’

ভারতের মিগ-২১ যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ।

বুধবার সকালে পাকিস্তানের আকাশসীমায় দুটি ভারতীয় বিমান ভূপাতিত হওয়ার দাবি করা হয় ইসলামাবাদের পক্ষ থেকে। ওই বিমানের দুই পাইলটকে আটকের দাবিও করে তারা। প্রথম দিকে ভারত বিষয়টি অস্বীকার করলেও পরে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে মুখপাত্র রবিশ কুমার তাঁদের একজন পাইলট জেট বিমানসহ নিখোঁজ হয়েছেন বলে স্বীকার করেন। এরপর পাকিস্তানের হাতে আটক ভারতীয় পাইলটকে নিরাপদে ফেরত পাঠানোর জন্য ইসলামাবাদের কাছে দাবি জানায় নয়াদিল্লি।

সংবাদমাধ্যম ডন-এর খবরে বলা হয়,  ভিডিওতে ওই পাইলট নিজেকে উইং কমান্ডার অভিনন্দন বলে পরিচয় দেন। তার মিগ-২১ যুদ্ধবিমান পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মিরে বিধ্বস্ত হয়। সেখানে স্থানীয়রা তাকে আটক করে। পরে তাদের কাছ অভিনন্দনকে নিজেদের হেফাজতে নেয় পাকিস্তান সেনাবাহিনী।

গত ১৪ ফেব্রুয়ারি ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের পুলওয়ামা এলাকায় ‘সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের’ গাড়িবহরে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়। এতে বাহিনীটির অন্তত ৪০ সদস্য প্রাণ হারান। পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মুহাম্মদ হামলার দায় শিকার করে।পরে গতকাল মঙ্গলবার ভারতীয় বিমানবাহিনী পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরের আকাশসীমায় ঢুকে বিমান হামলা চালায়।

দেশটি জানায়, জইশ-ই-মুহাম্মদের ঘাঁটি ধ্বংসের উদ্দেশ্যেই এ হামলা চালানো হয়। তবে, পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর বলেন, হামলার বিষয়ে ভারত মিথ্যা বলছে। বাস্তবতা হচ্ছে আমাদের ভূখণ্ডে হামলার কোনো ঘটনাই ঘটে নি।

ভিডিওটি ডনের সৌজন্যে:

বাংলা৭১নিউজ/সূত্র:পার্সটুডে

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com