বাংলা৭১নিউজ, ডেস্ক: পাকিস্তানি সেনাদের গুলিতে ভারতের আট সেনা নিহত হয়েছে। এসময় আটক হয়েছে আরো এক সেনা সদস্য। বুধবার মধ্যরাতে ভারতীয় সেনাবাহিনী কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা (এলওসি) পেরিয়ে পাকিস্তানের তাত্তাপানিতে ‘সার্জিক্যাল স্ট্রাইক’ চালানোর সময় এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার রাতে সেনা সূত্রের বরাত দিয়ে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন অনলাইন এ তথ্য জানিয়েছে।
ডন জানিয়েছে, রাতে ভারতীয় সেনাবাহিনী সীমান্ত পেরিয়ে গুলি ছুঁড়লে দুই পাকিস্তানি সেনা নিহত হয়। এসময় পাক বাহিনী পাল্টা হামলা চালালে আট ভারতীয় সেনা নিহত হয়। পরে সেখান থেকে চান্দু বাবুলাল চৌহান নামে এক সেনাকে আটক করা হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, আটক ওই সেনা ভারতের মহারাষ্ট্রের বাসিন্দা। তার বয়স ২২ বছর। আটকের পর তাকে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া নিহত সেনাদের লাশ নিয়ন্ত্রণ রেখার ভেতরেই পড়ে রয়েছে। পাকিস্তানি বাহিনীর হামলার ভয়ে ভারতীয় বাহিনী ওই সেনাদের লাশ নিতে সেখানে যাচ্ছে না।
প্রসঙ্গত, বুধবার মধ্যরাতে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাক অধিকৃত আজাদ কাশ্মীরের জঙ্গি ঘাঁটিতে আঘাত হানে ভারতীয় সেনাবাহিনী। একে সার্জিক্যাল স্ট্রাইক বলে দাবি করেছে ভারত।
দেশটির সেনা সূত্র জানিয়েছে, মোট সাতটি জঙ্গি ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। অভিযানে অন্ততঃ ৩৫ জঙ্গির মৃত্যু হয়েছে। এসময় ভারতীয় বাহিনীর গোলার আঘাতে দুই পাকিস্তানি সেনাও নিহত হয়েছে।
তবে পাকিস্তান সরকারের পক্ষ থেকে সার্জিক্যাল স্ট্রাইকের কথা অস্বীকার করা হয়েছে। তাদের দাবি ভারত বিনা উস্কানিতে গোলাবর্ষণ করেছে। আইএসপিআরের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘পাকিস্তানি সেনাবাহিনী এলওসিতে ভারতের উস্কানিমূলক হামলার উপযুক্ত জবাব দিয়েছে।’
বাংলা৭১নিউজ/এসএনসি