বাংলা৭১নিউজ,(ময়মনসিংহ)প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল উপজেলার ৮ নম্বর সিংরুইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইফুল ইসলাম (৪২)। তাঁর বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির নানা অভিযোগ এনে মানববন্ধন করেছে উপজেলা হিন্দু, বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। গতকাল সোমবার সকালে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল সদরের বালিকা বিদ্যালয়ের সামনে বঙ্গবন্ধু চত্বরে এ মানববন্ধন করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হয়।
মানববন্ধনে দেওয়া বক্তব্য ও স্মারকলিপি থেকে জানা যায়, চেয়ারম্যান সাইফুল প্রভাব খাটিয়ে সাধারণ কৃষক ও হিন্দু সম্প্রদায় ছাড়াও সরকারি জায়গা দখলে নিয়ে সম্পদের পাহাড় গড়েছেন। নান্দাইল সদর থেকে প্রায় ১২ কিলোমিটার দক্ষিণে নরসুন্দা নদীঘেঁষে অবস্থিত ওই ইউনিয়নটি। ইউনিয়নের কচুরি, নামা কচুরি, হরিপুর, আলাবক্সপুর গ্রামের কৃষকদের জমি কম মূল্যে কিনে অবৈধভাবে দখলে নিয়ে ফিশারি তৈরি করে জলাবদ্ধতার সৃষ্টি করা হয়েছে। এতে কৃষকরা আমন ধান চাষ করতে পারছে না। স্থানীয়ভাবে এ ঘটনার প্রতিবাদ করে কোনো কাজ না হওয়ায় গত ৪ সেপ্টেম্বর কয়েক শ কৃষক ইউএনওর কাছে প্রতিকার দাবি করে। তারা ময়মনসিংহ ৯ (নান্দাইল) আসনের সংসদ সদস্যের কাছেও লিখিতভাবে বিষয়টি তুলে ধরে। সেই সঙ্গে থানায়ও একটি লিখিত অভিযোগ করে। এসব বিষয় নিয়ে উপজেলা পরিষদের মাসিক সভায় আলোচনা হলে তা রেজল্যুশন আকারে প্রকাশ করা হয়।
তবে অভিযোগ অস্বীকার করে ইউপি চেয়ারম্যান সাইফুল বলেন, ‘কিছু মানুষ আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।’
বাংলা৭১নিউজ/পিআর