বাংলাদেশ পানি সম্পদ মন্ত্রণালয়ের ২০২২-২০২৩ অর্থ বছরের বার্ষিক কার্যসম্পাদন চুক্তি বাস্তবায়নে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ৮ টি জোনের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ফরিদপুর জোন।
শুদ্ধাচার, অভিযোগ নিস্পত্তি ও কাজের সফলতাসহ ৫টি বিষয়ের সবকটিতে সাফল্যতার স্বাক্ষর রাখায় ফরিদপুর জোনকে প্রথম স্থানের তালিকায় রাখা হয়।
এই সফলতার পেছনে সবচেয়ে বেশি যার কৃতিত্ব তিনি হচ্ছেন-জোনটির অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ শাহজাহান সিরাজ। অত্যস্ত কর্মঠ, বিচক্ষণ ও বুদ্ধিদীপ্ত সম্পন্ন এই মানুষটি ব্যক্তি জীবনের অনেক সৎ। সততার সাথে তিনি মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করার কারণেই ফরিদপুর জোনের মত একটি গুরুত্বপূর্ন জোনের দায়িত্ব তাকে দেওয়া হয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ জেলা গোপালগঞ্জও এই জোনেরই আওতাধীন।
এমন একটি গুরুত্বপূর্ন জোনকে তিনি অত্যন্ত দক্ষতার সাথে প্রথম স্থানে নিয়ে এসেছেন। তার এই অবদানের জন্য প্রধান প্রকৌশলীর দপ্তর পশ্চিমাঞ্চল, বাংলাদেশ পানি উন্নয়ন, ফরিদপুরকে গতকাল বৃহস্পতিবার সম্মাননা প্রদান করা হয়ে। পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক গতকাল ফরিদপুর জোনের প্রধান প্রকৌশলী মোঃ শাহজাহান সিরাজ এর হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
পানি সম্পদ প্রতিমন্ত্রীর নিকট হতে সম্মাননা স্মারক নেওয়ার অনুভুতি প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, আমরা প্রথম স্থান অধিকার করেছি। এজন্য ভাল লাগছে। তবে এই সাফল্য ফরিদপুর জোনে কর্মরত সকলের। যেকোন কাজই একটি টিম ওয়ার্ক। এখানে ছন্দপতন হলে সফলতা আসবে না। আমরা কাজের গতিকে ঠিক রাখতে পেরেছি-এজন্যই আমাদের সফলতা এসেছে। তিনি এ জন্য তার জোনের প্রতিটি কর্মকর্তা-কর্মচারিকে ধন্যবাদ জানান এবং আরও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান রাখেন।
বাংলা৭১নিউজ/এসএইচ