বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এর নতুন মহাপরিচালক হলেন পশ্চিম রিজিওনের অতিরিক্ত মহাপরিচালক মো. রমজান আলী প্রামানিক।
জ্যোষ্ঠতার ভিত্তিতে তাকে নিয়োগ দেওয়া হয়েছে। আগামী ১ জুন তিনি মহাপরিচালক এর দায়িত্ব নেবেন। বর্তমান মহাপরিচালক নুরুল ইসলাম সরকার ৩১ মে নতুন মমহাপরিচালকের কাছে দায়িত্ব হস্তান্তর করবেন এবং এদিনই তিনি অবসরে যাবেন।
পানি সম্পদ মন্ত্রনালয়ের দায়িত্বশীল একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
সুত্রটি জানায়, বর্তমান সরকারের আমলে পানি উন্নয়ন বোর্ডে জ্যোষ্ঠতা লংঘব করে কিছু হয়নি।এবারো আমরা এই নীতি মেনেই পাউবোর মহাপরিচালক পদে নিয়োগ দিয়েছি।
এব্যাপারে জানতে চাইলে বিদায়ী মহাপরিচালক নুরুল ইসলাম সরকার জানান, আগামী ৩১ মে আমার দায়িত্বের মেয়াদ শেষ হবে। ওইদিন নতুন মহাপরিচালক এর কাছে আমি আমার দায়িত্ব হস্তান্তর করবো। আমি আশা করি, নতুন মহাপরিচালক পাউবোকে আরও সুন্দরভাবে পরিচালনা করবেন।
বাংলা৭১নিউজ/এসএইচবি