শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৯:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সিলেটে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা, একজনের মৃত্যু নিজেদের ট্যাংক থেকে ছোড়া গোলার আঘাতে ৫ ইসরায়েলি সেনা নিহত বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সংসদীয় কূটনীতি কার্যকর হাতিয়ার এআই ভিডিওর ফাঁদে ভারতের রাজনীতি কোরবানির চাহিদার চেয়ে ২২,৭৭,৯৭৩ অতিরিক্ত গবাদিপশু প্রস্তুত কক্সবাজারের আদলে সাজবে পতেঙ্গা ছিনতাই হতে যাওয়া ৫০ হাজার টাকা উদ্ধার করলেন ট্রাফিক পুলিশ সদস্য ‌‘হাসপাতালে দালালদের দৌরাত্ম্য বন্ধে ব্যবস্থা নেওয়া হবে’ কেস খেলবা আসো, নিপুণকে ডিপজল পর্যটন খাতে তুরস্ককে বিনিয়োগের আহ্বান মন্ত্রীর গাজায় ১৫ হাজারের বেশি শিশু নিহত বিদেশি ঋণনির্ভর প্রকল্পের অগ্রগতি জানানোর নির্দেশ প্রধানমন্ত্রীর রূপালী ইন্স্যুরেন্স কোম্পানির মুনাফা বেড়েছে পাপুলের শ্যালিকা ও দুই কর কর্মকর্তার বিরু‌দ্ধে দুদকের মামলা ‘কাক পোশাকে’ কানের লাল গালিচায় ভাবনা ভোট বর্জনের লিফলেট বিতরণকালে বিএনপির সাধারণ সম্পাদকসহ আটক ৩ বুদ্ধ পূর্ণিমা ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই : ডিএমপি কমিশনার ‘মাদক সম্রাজ্ঞী’ লাবনীসহ গ্রেপ্তার ৭ ‘ডো‌নাল্ড লু ঘুরে যাওয়ায় বিএনপির মাথা খারাপ হয়ে গেছে’ রূপপুর-মেট্রোরেলসহ ১০ প্রকল্পেই বরাদ্দ ৫২ হাজার কোটি

পাঁচ ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন রোনালদোর জুভেন্টাস

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় রবিবার, ২১ এপ্রিল, ২০১৯
  • ৪৪ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,ডেস্ক: দ্বিতীয় স্থানে থাকা ন্যাপোলির চেয়ে এগিয়ে ২০ পয়েন্ট। হাতে ম্যাচ বাকি এখনও ৫টি। এত দুরে থাকতেই টানা অষ্টমবারের মত ইতালিয়ান সিরি-এ’র শিরোপা নিশ্চিত করে ফেললো ক্রিশ্চিয়ানো রোনালদোর দল জুভেন্টাস। শনিবার রাতে ফিওরেন্টিনার বিপক্ষে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত ২-১ গোলের জয়ে লিগ শিরোপা নিশ্চিত করলো জুভরা।

সে সঙ্গে ৩৩ ম্যাচ শেষে ৮৭ পয়েন্ট নিয়ে লিগ চ্যাম্পিয়নের মুকুট জিতল তুরিনের ক্লাবটি। এই নিয়ে রেকর্ড সংখ্যাক টানা আটবার সিরি এ চ্যাম্পিয়ন হল জুভেন্তাস। ইংলিশ প্রিমিয়ার লিগ, লা লিগা, বুন্দেসলিগা, ফ্রেঞ্চ লিগ ওয়ান কিংবা ইতালিয়ান সিরি-এ, সবগুলো লিগ মিলিয়ে সর্বোচ্চ টানা আটবার চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড গড়লো জুভেন্টাস।

Juventus

৬৭ পয়েন্ট নিয়ে লিগের দ্বিতীয় স্থানে থাকা নাপোলির চেয়ে জুভেন্তাস এগিয়ে ২০ পয়েন্টে। নাপোলির এখনও ৬টি ম্যাচ বাকি থাকলেও এই ৬ ম্যাচে জুভেন্টাসকে ছোঁয়া তাদের পক্ষে একেবারেই অসম্ভব। এ কারণে ফিওরেন্টিনার বিরুদ্ধে ম্যাচ জিতে ৫ ম্যাচ হাতে থাককেই চ্যাম্পিয়নের মুকুট পরে নিলো হল জুভরা।

Juventus

শুধু তাই নয়, সে সঙ্গে ব্যাক্তিগত রেকর্ডও গড়লেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ফুটবল বিশ্বে ক্রিশ্চিয়ানোই প্রথম ফুটবলার যিনি প্রিমিয়ার লিগ, লা-লিগা এবং সিরি-এ, এই তিন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেলেন। প্রসঙ্গতঃ ম্যানচেস্টারের জার্সিতে প্রিমিয়ার লিগ, রিয়াল মাদ্রিদ জার্সিতে লা-লিগা ও জুভেন্টাসের জার্সিতে সিরি-এ জয়ের নজির গড়লেন সিআর সেভেন।

 

নিজেদের মাঠে শুরুতে ম্যাচের ৬ মিনিটেই নিকোলা মিলেনকোভিকের গোলে পিছিয়ে যায় জুভেন্টাস। ৩৭ মিনিটে আলেক্স সান্দ্রোর গোলে সমতায় ফেরে জুভরা। এরপর ৫৩ মিনিটে জার্মান পেজেল্লার আত্মঘাতি গোলে জয়ের সঙ্গে চ্যাম্পিয়নশিপ নিশ্চিত হয় রোনালদোদের।

অন্যদিকে একই দিনে জুভেন্টাসের নারী দলও লিগ চ্যাম্পিয়ন হওয়ায় জয়ের স্বাদ নেয়। পুরুষ এবং নারী ফুটবলে ডাবল চ্যাম্পিয়নের মুকুট পরলো তারা। ২০১৭ সালে জুভেন্টাসের নারী দল তৈরির পর থেকে টানা দু’বার লিগ শিরোপা জিতলো তারা।

বাংলা৭১নিউজ/এইচ.এস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com