শেরপুরে দাফনের পাঁচ মাস পর আদালতের নির্দেশে ইয়াসিন আরাফাত (১৭) নামে এক কিশোরের লাশ উত্তোলন করা হয়েছে। রোববার (২১ মে) সকালে শহরের নৌওহাটা পৌর কবরস্থান থেকে লাশটি উত্তোলন করা হয়।
এ সময় জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আল-আমিন উপস্থিত ছিলেন। মৃত ইয়াসিন আরাফাত পৌর শহরের নওহাটা এলাকার কামরুজ্জামান টিক্কার ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, ইয়াসিনের সঙ্গে তার ফুপাত বোনের প্রেমের সম্পর্ক ছিল। হঠাৎ পাঁচ বছরের সেই সম্পর্ক ভেঙ্গে যায়। এতে অভিমান করে গত বছরের ২৩ ডিসেম্বর আত্মহত্যা করে ইয়াসিন।
কিন্তু নিহতের পরিবারের দাবি তার প্রেমিকা ও পরিবার নানাভাবে ইয়াসিনকে আত্মহত্যার জন্য প্ররোচনা দিয়েছে। যার ফলে সে আবেগতাড়িত হয়ে ওই ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়।
পরে মৃতের পরিবার তার প্রেমিকার বিরুদ্ধে আদালতে মামলা করেন। একপর্যায়ে মামলা তদন্তের দায়িত্ব পায় সিআইডি। মূল ঘটনা অনুসন্ধানে সিআইডির আবেদনের প্রেক্ষিতে পাঁচ মাস পর আদালত কবর থেকে লাশ উত্তোলনের নির্দেশ দেয়।
জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আল-আমিন বলেন, ‘আমরা আদালতের নির্দেশনা বাস্তবায়নে এখানে এসেছি। সিআইডি টিম ওই কিশোরের লাশ উত্তোলন করে মরদেহের সুরতহাল সম্পন্ন করে মেডিকেল পরীক্ষার জন্য ময়মনসিংহ ফরেনসিক ল্যাবে পাঠিয়েছে।’
বাংলা৭১নিউজ/এসএইচ