ইয়েমেনে অপহৃত জাতিসংঘ কর্মকর্তা এ কে এম সুফিউল আনাম পাঁচ দিনেও মুক্তি পাননি। সুফিউলসহ পাঁচ কর্মীর মুক্তির জন্য অপহরণকারীদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে জাতিসংঘ।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সুফিউলের এক আত্মীয় জানান, গতকাল জাতিসংঘ থেকে তিন দফায় তাঁদের সঙ্গে কথা বলেছে। কবে নাগাদ তিনি মুক্ত হতে পারেন, সে বিষয়ে কিছু জানায়নি বিশ্বসংস্থাটি।
তবে তারা চেষ্টা চালিয়ে যাওয়ার কথা বলেছে।
সুফিউলের ওই আত্মীয় আরো জানান, জাতিসংঘের সঙ্গে অপহরণকারীদের কী নিয়ে আলোচনা হচ্ছে, সে বিষয়ে তাঁরা কিছু জানেন না। তাঁরা সুফিউলের ফেরার অপেক্ষায় আছেন।
অপহৃত সুফিউল আনাম বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত একজন কর্মকর্তা। তিনি ২০০৫ সালে লেফটেন্যান্ট কর্নেল পদে থাকা অবস্থায় অবসর নেন। এরপর জাতিসংঘে যোগ দেন। তিনি ইয়েমেনের অ্যাডেনে জাতিসংঘের নিরাপত্তা ও সুরক্ষা বিভাগের ফিল্ড সিকিউরিটি কো-অর্ডিনেশন অফিসার পদে কর্মরত ছিলেন।
সুফিউল ২০ বছর ধরে জাতিসংঘে কাজ করছেন। গত শুক্রবার ইয়েমেনের দক্ষিণাঞ্চলে অপহৃত হওয়ার সময় তিনি জাতিসংঘের নিরাপত্তা পর্যবেক্ষকদলের সঙ্গে ছিলেন। তাঁর সঙ্গে অপহরণ হওয়া বাকি চারজন ইয়েমেনের নাগরিক। ২০১৫ সাল থেকে ইয়েমেনে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। দেশটিতে চরম মানবিক সংকট চলছে।
বাংলা৭১নিউজ/এসএইচবি