বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০১:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
১০ বছর বয়সী নাগরিকদের এনআইডি দেওয়ার সুপারিশ ইসলামী ব্যাংকের পল্টন শাখার এটিএম-সিআরএম বুথ উদ্বোধন পূবালী ব্যাংকে প্রথম নারী ডিএমডি সুলতানা সরিফুন নাহার পররাষ্ট্রস‌চিবের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ টিউলিপকে দুর্নীতিবাজ বললেন ইলন মাস্ক শান্তি প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামীর কোনো বিকল্প নাই : শফিকুর রহমান শিশুর বাম চোখের বদলে ডান চোখে অপারেশন, চিকিৎসক গ্রেফতার ওবায়দুল কাদেরের ‘পালিত ছেলে’ গ্রেপ্তার নির্বাচনে প্রার্থিতার বয়স ২১ করার সুপারিশ এইচএমপি ভাইরাসে আক্রান্ত নারী মারা গেছেন বিদায়ী ভাষণে ধনকুবেরদের নিয়ে মার্কিনিদের সতর্ক করলেন বাইডেন দূষণে আজও শীর্ষে ঢাকা যুদ্ধবিরতি চুক্তির পরও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত ৩০ বাড়িতে ঢুকে সাইফ আলি খানকে কুপিয়ে জখম আজ কারামুক্ত হচ্ছেন বাবর ‘ভণ্ড-প্রতারক থেকে সাবধান’, আরো যা বললেন সারজিস দুইজনকে আটকের কথা জানালেন উপদেষ্টা মাহফুজ আলম মালয়েশিয়ায় সড়কে প্রাণ গেলো বাংলাদেশির আজই কারামুক্ত হবেন ডেসটিনির রফিকুল আমীন-হোসেন, আশা আইনজীবীর ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ অস্বীকার করলেন ইরানের প্রেসিডেন্ট

পাঁচ ঘণ্টায় ৮.৫ শতাংশ ভোট

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২০
  • ৪৭ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,ঢাকা: কোনো প্রকার ঝামেলা ছাড়াই ঢাকা উত্তর সিটি করপোরেশনের নেতৃত্ব নির্বাচনে ভোট দিচ্ছেন রামপুরার বাসিন্দারা। তবে ভোটারদের উপস্থিতি বেশ কম।

শনিবার সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত পাঁচ ঘণ্টায় একটি কেন্দ্রে ভোট পড়ে মাত্র সাড়ে ৮ শতাংশ। অঞ্চলটির আরও তিনটি কেন্দ্রে খোঁজ নিয়ে জানা গেছে, এ সময়ে ভোট পড়ার হার ২০ শতাংশের কম।

প্রথমার্ধে ভোটার সংখ্যা কম হলেও সার্বিক পরিবেশ নিয়ে বেশ সন্তুষ্ট রামপুরার বিভিন্ন ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসাররা। তাদের ধারণা, আস্তে আস্তে ভোটারের সংখ্যা বাড়বে।

রামপুরার মহিলা ভোট কেন্দ্রগুলোর একটি পূর্ব রামপুরা হাইস্কুল। কেন্দ্রটির মোট ভোটার দুই হাজার ৩৩৭ জন। এর মধ্যে দুপুর ১টা পর্যন্ত ভোট পড়েছে ২০০টির মতো।

দুপুর ১টা ১০ মিনিটে ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার মামুন মোল্লা বলেন, কিছুক্ষণ আগের হিসাব অনুযায়ী আমাদের এখানে ২০০টির মতো ভোট পড়েছে। তবে এখন ভোটার আসছে। আস্তে আস্তে ভোটারদের চাপ বাড়ছে। আশা করছি দিনশেষে ভালো ভোট পড়বে।

ভোটের পরিবেশ সম্পর্কে তিনি বলেন, ভোটের পরিবেশ ভালো। এ নিয়ে কারও কোনো অভিযোগ নেই। ভোটাররা আসছেন, সুন্দর পরিবেশে ভোট দিয়ে যাচ্ছেন।

পুরুষ ভোটকেন্দ্রের একটি নলেজ সিন্ডিকেট কেন্দ্র। দুই হাজার ৪১২ জন ভোটারের মধ্যে দুপুর ১২টা পর্যন্ত ভোট দিয়েছেন ৩০০ জনের মতো। অর্থাৎ কেন্দ্রটিতে চার ঘণ্টায় ভোট পড়েছে ১২ শতাংশ।

কেন্দ্রটির প্রিসাইডিং অফিসার কামরুল বলেন, অত্যন্ত সুন্দর পরিবেশে ভোটাররা ভোট দিয়ে যাচ্ছেন। সকালের তুলনায় এখন ভোটারের সংখ্যা বেড়েছে। ১২টা থেকে ভালো ভোটার আসছেন।

রেডলিফ ইন্টারন্যাশনাল ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার সাজেদুল ইসলাম বলেন, আমাদের এখানে ভোটার দুই হাজার ৩০৪ জন। এর মধ্যে দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৪১৩টি। ভোটের পরিবেশ খুবই ভালো। কোনো ধরনের সমস্যা নেই। সব প্রার্থীর এজেন্ট আছেন। ভোটাররা নির্বিঘ্নে ভোট দিয়ে যাচ্ছেন।

সালামবাগ জামে মসজিদ ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার নোমান বলেন, আমাদের কেন্দ্রে ভোটার সংখ্যা এক হাজার ৯৮১ জন। দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩৩৮টি।

এ কর্মকর্তার দেয়া তথ্য অনুযায়ী, প্রথম চার ঘণ্টায় কেন্দ্রটির ১৭ শতাংশ ভোটার ভোট দিয়েছেন। কম ভোট পড়া প্রসঙ্গে তিনি বলেন, ‘মোটামুটি ভালো ভোট পড়ছে। আস্তে আস্তে ভোটার সংখ্যা বাড়ছে। বয়স্কদের আঙ্গুলের ছাপ নিয়ে কিছুটা সমস্যা হচ্ছে। এ কারণে একটু দেরি হচ্ছে। আমরা বিশেষ ব্যবস্থায় তাদের ভোট দেয়ার ব্যবস্থা করছি।’

‘এ কেন্দ্রে কোনো ধরনের ঝামেলা নেই। ভোট কারচুপিরও কোনো সুযোগ নেই’- বলেন তিনি।

উল্লেখ্য, ঢাকার দুই সিটিতে (উত্তর ও দক্ষিণ) শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ৮টায় থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ইভিএমের মাধ্যমে এ ভোটগ্রহণ চলছে। ঢাকার দুই সিটি নির্বাচনে ব্যবহার হচ্ছে ২৮ হাজার ৮৭৮টি ইভিএম। তবে এখন পর্যন্ত কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি কম বলে বিভিন্ন মহল থেকে অভিযোগ করা হয়েছে

বাংলা৭১নিউজ/এসআর

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com