বাংলা৭১নিউজ, জয়পুরহাট প্রতিনিধি: বাংলা নববর্ষ উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপি, যুবদল ও পৌর বিএনপির ৯টি ওয়ার্ডের দলীয় নেতাকর্মীদের নিয়ে বর্ষ পালন ও কর্মী সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার সকালে পাঁচবিবি পৌর এলাকার মাথাইশ মঞ্জিলে অনুষ্ঠিত কর্মীসভা ও বর্ষপালন অনুষ্ঠানে বক্তব্য রাখেন পাঁচবিবি থানার যুবদলের সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সম্ভাব্য বিএনপির মেয়র পদপ্রার্থী আবু সাঈদ আহম্মেদ, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুল হোসেন খায়ের স্বপন, বিএনপি নেতা নওশাদ, সাইদুর রহমান, জামিল হোসেন, নিজাম উদ্দীন, যুবদল নেতা দুলাল হোসেন আব্দুর রহমান, ছাত্রদল নেতা আবু তাহের, লিটন প্রমূখ। শেষে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী আবু সাঈদকে ধানের শীষ দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন দলীয় নেতাকর্মীরা।
বাংলা৭১নিউজ/জেএস