বাংলা৭১নিউজ, ডেস্ক: রাজ্যে বিধানসভা নির্বাচনের শেষ পর্বে আজ বৃহস্পতিবার ভোট হচ্ছে দুই জেলার মোট ২৫টি আসনে। তার মধ্যে পূর্ব মেদিনীপুর জেলায় রয়েছে ১৬টি বিধানসভা কেন্দ্র। আর কোচবিহারে রয়েছে ৯টি বিধানসভা আসন।
তার মানে, এই ষষ্ঠ দফার ভোট কার্যত হচ্ছে বাংলার দুই প্রান্তে। উত্তর আর দক্ষিণ বঙ্গে।
এই শেষ দফার ভোটেও রাজ্যে ভাগ্য নির্ধারিত হতে চলেছে জনাকয়েক মন্ত্রী ও সাংসদের। তাঁদের মধ্যে যেমন রয়েছেন সুদর্শন ঘোষদস্তিদার, শুভেন্দু অধিকারী, তেমনই রয়েছেন উদয়ন গুহ, নির্বেদ রায়, দিব্যেন্দু অধিকারী, অখিল গিরি ও জ্যোতির্ময় করের মতো নেতারা।
পক্ষান্তরে, বামফ্রন্ট প্রার্থীদের মধ্যে রয়েছেন পরেশ অধিকারী, অক্ষয় ঠাকুর ও চক্রধর মেইকাপের মতো হেভিওয়েট নেতারা।
বাংলা৭১নিউজ/আনন্দবাজার পত্রিকা