পশ্চিমবঙ্গের জনপ্রিয় লেখক সুজন দাশগুপ্ত আর নেই। বুধবার (১৮ জানুয়ারি) কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ‘একেনবাবু’ চরিত্রের জন্য জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি। মৃত্যুকালে সুজন দাশগুপ্তের বয়স হয়েছিল ৭৮ বছর।
বুধবার (১৮ জানুয়ারি) কলকাতার সর্দান আ্যভিনিউ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এরই মধ্যে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, সকালে কলকাতার সর্দান আ্যভিনিউয়ে সুজন দাশগুপ্তের বাড়িতে তার গৃহপরিচারিকা যায় এবং ডাকা-ডাকি করে। কিন্তু কোনো সাড়া না মেলায়, প্রতিবেশীরা কলকাতার টালিগঞ্জ থানায় খবর দেয়। পরে পুলিশ দরজা ভেঙে ঘরে ঢোকেন। এরপর তার দেহ বিছানার পাশে মেঝেতে পরে থাকতে দেখা যায়।
টালিগঞ্জ থানা পুলিশের প্রাথমিক ধারণা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যেতে পারেন লেখক সুজন দাশগুপ্ত।
কলকাতার সর্দান আ্যভিনিউর বাড়িতে সুজন দাশগুপ্ত একাই ছিলেন। মঙ্গলবার তার স্ত্রী বোলপুর শান্তিনিকেতন যান। বুধবার এই ঘটনা ঘটে।
বাংলা৭১নিউজ/এসএইচ