রাজধানীর পল্লবীতে মো. রাজা মিয়া (৩৪) নামের এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৮ জুন) দিনগত রাত আড়াইটার দিকে পল্লবীর ১২ নম্বর সেকশন ধ-ব্লক এলাকার রাস্তা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে পুলিশের ধারণা, ধারালো অস্ত্র দিয়ে গলায় ছুরিকাঘাত করে ওই যুবককে হত্যা করা হয়েছে। মরদহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, খবর পেয়ে রাত আড়াইটার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য বুধবার (২৯ জুন) সকালে মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, কে বা কারা ওই স্থানে ধারালো অস্ত্র দিয়ে গলায় ছুরিকাঘাত করে যুবককে হত্যা করেছে। এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে। নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।
বাংলা৭১নিউজ/এসএম