বাংলা৭১নিউজ,ঢাকা: রাজধানী ঢাকার নয়া পল্টন এলাকায় বিএনপি কার্যালয়ের কাছে দলটির নেতাকর্মীদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।পল্টনের বিএনপি কার্যালয়ে তৃতীয় দিনের মতো মনোনয়নপত্র সংগ্রহ করতে যাওয়া নেতা-কর্মীদের সাথে পুলিশের সাথে বাকবিতণ্ডার এক পর্যায়ে এই সংঘর্ষ শুরু হয়।
বিএনপির সমর্থকরা সেখানে পুলিশের একট গাড়িতে আগুন দেয় এবং রাস্তার পাশে দাড়িয়ে থাকা কয়েকটি গাড়ি ভাঙচুর করে বলে জানিয়েছে পুলিশ।
বিবিসি বাংলার সংবাদদাতা কাদির কল্লোল ঘটনাস্থল থেকে জানান, জলকামান ও সাঁজোয়া যাননসহ পুলিশ পল্টন এলাকা ঘিরে বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছে।
বিএনপি অফিসের সামনের রাস্তায় বিএনপি সমর্থকরা খন্ড খন্ড বিক্ষোভ মিছিল করছে বলেও জানান তিনি।বিএনপি যগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এ ধরণের সহিংসতার ঘটনা পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে।
মি. রিজভী বলেছেন, “আগুন দেয়া বা ভাঙচুরের কোনো ঘটনার সাথে বিএনপি জড়িত নয়।”তিনি অভিযোগ করেন বিএনপি নেতাকর্মীদের মধ্যে থেকে পুলিশের ‘এজেন্ট’রা এই সহিংসতার ঘটনা ঘটিয়েছে।
নেতাকর্মীদের উদ্দেশ্যে মি. রিজভী বলেছেন, সরকারের ফাঁদে যেন তারা পা না দেয়।দলের নেতাকর্মী ও সমর্থকদের শান্তিপূর্ণভাবে নির্বাচনী প্রস্তুতি নেয়ার আহ্বান জানান মি. রিজভী।
মতিঝিল অঞ্চলের পুলিশের উপ-কমিশনার আনোয়ার হোসেন কাদির কল্লোলকে বলেছেন, “বিনা উস্কানিতে পুলিশের ওপর আক্রমণ করা হয়েছে।”
পুলিশ অভিযোগ করেছে বিএনপি নেতাকর্মীরা পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ করেছে।
মি. আনোয়ার হোসেন বলেছেন হামলাকারীরা ২-৩ জন পুলিশ সদস্যকে আটক করে রাখে; আটক করে রাখা পুলিশ সদস্যদের ছাড়িয়ে নিতে পুলিশ বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা করে বলে জানান মি. হোসেন।
ওদিকে বিএনপি নেতাকর্মীরাও অভিযোগ করেছে যে পুলিশ বিনা উস্কানিতে তাদের ওপর হামলা করেছে।পল্টনে উপস্থিত থাকা বিএনপি’র মাঠ পর্যায়ের সমর্থকরা জানায় মনোনয়নপত্র সংগ্রহ করতে বিভিন্ন এলাকা থেকে আসা কয়েক হাজার বিএনপি নেতাকর্মীদের নিজেদের মধ্যে একপর্যায়ে কিছুটা ধাক্কাধাক্কি হয়।
সেসময় কোনো কারণ ছাড়াই পুলিশ তাদের ওপর কাঁদানে গ্যাস ছোড়ে বলে অভিযোগ করে তারা।পরে পুলিশ তাদের দিকে রাবার বুলেট ছোড়ে বলেও জানান তারা।
এ মুহুর্তে ঐ এলাকায় দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া বন্ধ থাকলেও যান চলাচল বন্ধ রয়েছে।
বাংলা৭১নিউজ/সূত্র: বিবিসি বাংলা/এসএম