বাংলা৭১নিউজ, ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষকরা মূর্তির মতো দাঁড়িয়ে পর্যবেক্ষন করবেন। ভোটগ্রহণের সময় যতই ঝামেলা হোক না কেন মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ।
আজ মঙ্গলবার সকালে আগারগাঁস্থ নির্বাচন ভবনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১১৮টি পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিদের এক ব্রিফিং এসব কথা বলেন তিনি ।
পর্যবেক্ষকদের উদ্দেশ্যে ইসি সচিব বলেন, আপনারা পর্যবেক্ষণের সময় মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না৷ ছবি তুলতে পারবেন না৷ কেন্দ্রে যতই ঝামেলা হোক কোনো কমেন্ট করতে পারবে না৷
হেলালুদ্দীন আহমদ বলেন, এবার নির্বাচনে কোনো পর্যবেক্ষক গণমাধ্যমকে প্রতিক্রিয়া জানাতে পারবেন না। তবে পরে প্রতিবেদন দিতে পারবেন। তিনি জানান, নির্বাচনী দায়িত্ব পালনে পর্যবেক্ষকদের গাফলতি পেলে সংস্থার নিবন্ধন বাতিল করা হবে।
ইসি অতিরিক্ত সচিব মো. মোখলেসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, যুগ্ম সচিব খন্দকার মিজানুর রহমান ও এএসএম আসাদুজ্জামান। সূত্র: মানবজমিন।
বাংলা৭১নিউজ/জেএস