পর্যটকদের উপচেপড়া ভিড় এখন সাগরকন্যা কুয়াকাটায়। শীতের সকালে সূর্যের সহনীয় তাপমাত্রায় সমুদ্রস্নান এবং শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় এ ভিড় বেড়েছে।
শুক্রবার (১০ ডিসেম্বর) সৈকত ঘুরে দেখা যায়, নোনাজলে মেতেছেন নানা বয়সী মানুষ। পরিবার-পরিজন ও বন্ধু-বান্ধবদের নিয়ে তারা নিজেদের মতো করে ব্যস্ত সময় পার করছেন।
নাজমুল হুদা সুজন নামের একজন পর্যটক বলেন, ‘কুয়াকাটা এসে বেশ ভালো লাগছে। পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ। অনেক পর্যটকের আগমন। এখানে দুদিন থাকবো। অনেক এনজয় করছি।’
পর্যটক লায়লা বলেন, বাচ্চাদের নিয়েই মূলত এখানে আসা। বাচ্চারা সৈকতে গোসল, আনন্দ-উল্লাস আর ছোটাছুটিতে ব্যস্ত। পরিবেশটা ভ্রমণের জন্য উপযোগী তাই কুয়াকাটায় এলাম।
মূলত বছরের নভেম্বর মাস থেকেই বাড়তে থাকে পর্যটকদের চাপ। এছাড়া আগামী ১৬ ডিসেম্বরসহ তিনদিনের ছুটিকে সামনে রেখে অনেক পর্যটকের আগমন ঘটবে কুয়াকাটায়, এমন প্রত্যাশা পর্যটক ব্যবসায়ীদের।
ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব কুয়াকাটার (টোয়াক) ভাইস প্রেসিডেন্ট লুৎফুল হাসান রানা বলেন, আগামী ১৬ থেকে ১৮ ডিসেম্বর—এই তিনদিনের ৯০ শতাংশ হোটেল-মোটেল এরইমধ্যে অ্যাডভ্যান্স বুকিং হয়ে গেছে। এখন থেকেই আগামী তিন চার মাস কুয়াকাটা পর্যটকে ভরপুর থাকবে বলে মনে করি।
ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের সহকারী পুলিশ সুপার আব্দুল খালেক বলেন, ডিসেম্বরে পর্যটকদের আনাগোনা বাড়তে থাকে। পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশের কয়েকটি টিম সার্বক্ষণিক নিয়োজিত আছে।
বাংলা৭১নিউজ/এসএইচ